দিল্লি, 14 জানুয়ারি: দেশে কিছুটা বাড়ল সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় 16 হাজার 946 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এই মুহূর্তে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 1 কোটি 5 লাখ 12 হাজার 93 ৷ গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় মৃত্যু হয়েছে 198 জনের ৷ যার ফলে দেশে কোরোনায় মৃতের সংখ্য়া দাঁড়িয়েছে 1 লাখ 51 হাজার 727 ৷
দেশে কিছুটা বাড়ল কোরোনা সংক্রমণ - india corona cases
24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 16 হাজার 946 জন ৷ মৃত্যু হয়েছে 198 জনের ৷
একদিকে যখন কোরোনায় সংক্রমণের হার কমছে তেমনই সুস্থতার হারও ক্রমশ বাড়ছে ৷ সুস্থ হয়ে উঠেছে মোট 1 কোটি 5 লাখ 12 হাজার 93 জন ৷ দেশে বর্তমানে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 2 লাখ 16 হাজার 652 ৷
আজও পড়ুন : কোরোনার জাল ভ্যাকসিন নিয়ে সতর্ক করল সুইসমেডিক
আক্রান্তের নিরিখে এখনও দেশের মধ্যে প্রথমে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 19 লাখ 78 হাজার 44 জন ৷ এরপর রয়েছে কর্নাটক ৷ আক্রান্তের সংখ্যা 9 লাখ 29 হাজার 552 ৷ তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ সেখানে আক্রান্ত 8 লাখ 85 হাজার 437 ৷