নয়াদিল্লি, 13 জুলাই: দেশে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 16 হাজার 906 জন (India reports 16,906 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 13 হাজার 615 জন ৷ সুতরাং বলাই যায় যে, এক ধাক্কায় অনেকটাই বাড়ল সংক্রমণ ৷ দেশে 4 কোটি 36 লক্ষ 69 হাজার 850 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷
বুধবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের হার (Daily Positivity Rate) 3.68 শতাংশ, যা আগের দিন ছিল 3.23 শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে (Active caseload) 1 লক্ষ 32 হাজার 457, যা মোট সংক্রমণের 0.30 শতাংশ ৷
গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 45 জনের, আগের দিন করোনা সংক্রামিত হয়ে 20 জন মারা গিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে 5 লক্ষ 25 হাজার 519 জনের ৷