নয়াদিল্লি, 25 মার্চ : সামান্য কমল দৈনিক সংক্রমণ ৷ আজ সকালের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 হাজার 685 জন (India reports 1685fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন এই সংক্রামিতের সংখ্যা ছিল 1 হাজার 938 জন ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 30 লক্ষ 16 হাজার 372 জন করোনায় আক্রান্ত হলেন ৷
শুক্রবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 83 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 67 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 16 হাজার 755 জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases in India) 21 হাজার 530 ৷ যা মোট সংক্রমণের 0.05 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.24 শতাংশ ৷