নয়াদিল্লি, 31 ডিসেম্বর :বছর শেষে ফের ঊর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 16 হাজার 764 জন (India reports 16,764 new Covid cases in last 24 hours) ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 13 হাজার 154 ৷ এ নিয়ে দেশে করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়াল 3 কোটি 48 লক্ষ 38 হাজার 804 ৷
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় 220 জনে করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন 268 জন করোনা আক্রান্ত মারা গিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে 4 লক্ষ 81 হাজার 80 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হল ৷
আরও পড়ুন : West Bengal Covid Fear : সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, স্কুল-কলেজ বন্ধে সায় নেই শিক্ষক ও চিকিৎসকদের একাংশের
রিপোর্ট প্রকাশের সময় গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 7 হাজার 585 জন ৷ 7 হাজার 486 জন করোনা থেকে সেরে উঠেছিলেন ৷ দেশে এ পর্যন্ত 3 কোটি 42 লক্ষ 66 হাজার 363 জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন ৷ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত দেশে 144 কোটি 54 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷
হু হু করে বাড়ছে কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন ৷ আজ ওমিক্রন আক্রান্তের সংখ্যা 1 হাজার 270 (Omicron Cases in India 1270) ৷ ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন 374, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 961 ৷