নয়াদিল্লি, 23 অক্টোবর : ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 16 হাজার 326 জন ৷ মারা গিয়েছেন 666 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷
গত 24 ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণ 16 হাজারে পৌঁছেছে ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 15 হাজার 786 ৷ একলাফে সংক্রমণ বাড়ল প্রায় 1 হাজার ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 41 লক্ষ 59 হাজার 56 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ বেশ কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় 666 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ তার আগের দিন মারা গিয়েছিলেন 231 জন ৷ এ নিয়ে মোট 4 লক্ষ 53 হাজার 708 জন রোগী প্রাণ হারালেন ৷
যদিও কমছে সক্রিয় রোগীর (active case) সংখ্যা ৷ গত 24 ঘণ্টার হিসেবের পর মোট সক্রিয় রোগী 1 লক্ষ 73 হাজার 728 জন, যা গত 233 দিনে সবচেয়ে কম ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 17 হাজার 677 জন করোনা সংক্রামিত রোগী ৷ সুস্থতার হার 98.16% ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 35 লক্ষ 32 হাজার 126 জন ৷