নয়াদিল্লি, 9 জানুয়ারি : দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লক্ষ ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 লক্ষ 59 হাজার 632 জন (India reports 1,59,632 fresh Covid cases in last 24 hours) ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 41 হাজার ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 55 লক্ষ 28 হাজার 4 জন করোনা সংক্রামিত হলেন ৷
রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 40 হাজার 863 জন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 40 হাজার 895 ৷ এখনও অবধি দেশে 3 কোটি 44 লক্ষ 53 হাজার 603 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ সুস্থতার হার 96.98% ৷
গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 327 জন করোনা সংক্রামিত ৷ এর আগের দিন 285 জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছিল ৷ দেশে এখনও পর্যন্ত 4 লক্ষ 83 হাজার 790 জন করোনা সংক্রামিত মারা গিয়েছেন ৷ মৃতের হার 1.36% ৷