নয়াদিল্লি, 24 অক্টোবর : কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 15 হাজার 906 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 16 হাজার 326 জন ৷ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷
কমেছে দৈনিক মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় 561 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ তার আগের দিন মারা গিয়েছিলেন 666 জন ৷ যদিও কমছে সক্রিয় রোগীর (active case) সংখ্যা ৷ গত 24 ঘণ্টার হিসেবের পর মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লাখ 72 হাজার 594 ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লাখ 73 হাজার 728 জন ৷