পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : করোনা গ্রাফের ওঠানামা জারি, সংক্রমণ কমে দাঁড়াল 15 হাজারে - করোনা ভাইরাস

বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, দেশজুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় চার হাজার বেড়ে গিয়েছিল ৷ তবে রাতারাতি সেই সংখ্যায় তিন হাজার কমে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 হাজার 786-তে ৷ দৈনিক সংক্রমণ কমলেও আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা ৷ তবে স্বস্তি দিয়ে প্রতিদিনই কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷

Corona in India
Corona in India

By

Published : Oct 22, 2021, 10:16 AM IST

Updated : Oct 22, 2021, 10:23 AM IST

নয়াদিল্লি, 22 অক্টোবর : ফের দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 15 হাজার 786 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 18 হাজার 454 জন ৷ এক লাফে প্রায় তিন হাজার কমল সংক্রমণ ৷

স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) থেকে দেওয়া শুক্রবারের বুলেটিন অনুযায়ী দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 231 জন ৷ তার আগের দিন যা ছিল 160 জন ৷ বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা ৷ গত 24 ঘন্টায় সক্রিয় আক্রান্ত রয়েছেন 1 লাখ 75 হাজার 745 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 1 লাখ 78 হাজার 831 ৷

ইন্ডিয়ান মেডিক্যাল রিসার্চ প্রদত্ত তথ্য অনুযায়ী, গতকালের 13 লাখ 24 হাজার 263টি নমুনা পরীক্ষা-সহ 21 অক্টোবর পর্যন্ত মোট 59 কোটি 70 লাখ 66 হাজার 481টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

আরও পড়ুন :Corona in Bengal : রাজ্যে কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল মৃতের সংখ্যা

Last Updated : Oct 22, 2021, 10:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details