নয়াদিল্লি, 22 অক্টোবর : ফের দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 15 হাজার 786 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 18 হাজার 454 জন ৷ এক লাফে প্রায় তিন হাজার কমল সংক্রমণ ৷
স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) থেকে দেওয়া শুক্রবারের বুলেটিন অনুযায়ী দেখা যাচ্ছে, দৈনিক সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 231 জন ৷ তার আগের দিন যা ছিল 160 জন ৷ বেশ কিছুদিন ধরেই নিম্নমুখী সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা ৷ গত 24 ঘন্টায় সক্রিয় আক্রান্ত রয়েছেন 1 লাখ 75 হাজার 745 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 1 লাখ 78 হাজার 831 ৷