নয়াদিল্লি, 19 জুলাই: দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 15 হাজার 528 জন, মঙ্গলবার সকালে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ সোমবার প্রকাশিত রিপোর্টে সংখ্যাটা ছিল 16 হাজার 935 জন (India reports 15528 fresh COVID 19 cases in last 24 hours) ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 37 লক্ষ 83 হাজার 62 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷
সক্রিয় রোগীর সংখ্যা কমে (Active caseload) 1 লক্ষ 43 হাজার 654 হয়েছে, যা মোট সংক্রমণের 0.33 শতাংশ ৷ ৷ আগের দিনের রিপোর্টে তা ছিল 1 লক্ষ 44 হাজার 264 ৷ স্বস্তি দৈনিক সংক্রমণের হারেও (Daily positivity rate) ৷ 5.23 শতাংশ থেকে কমে 3.32 শতাংশে নেমেছে ৷ বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 25 জন, আগের দিন যা ছিল 51 ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় মারা গিয়েছেন 5 লক্ষ 25 হাজার 785 জন ৷