নয়াদিল্লি, 29 জুন:মঙ্গলবার প্রকাশিত বুলেটিনে স্বস্তি মিললেও দেশ গত চব্বিশ ঘণ্টায় দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ । সংক্রমণ বেড়ে হল সাড়ে 14 হাজার । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে ভাইরাস সংক্রামিত হয়েছেন 14,506 জন । মঙ্গলবার যে সংখ্যাটা ছিল 11,793 জন (India reports 14,506 fresh Covid cases in the last 24 hours) । দৈনিক সংক্রমণ বৃদ্ধির সঙ্গে চব্বিশ ঘণ্টায় দেশে ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে 30 জনের । যা গতকালের থেকে তিনজন বেশি ।
দৈনিক সংক্রমণের হারও বাড়ল খানিকটা । মঙ্গলবার 2.49 শতাংশ হলেও বুধবার দৈনিক সংক্রমণের হার বেড়ে হল 3.35 শতাংশ । দেশে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে (Active Cases) 99 হাজার 602, যা মোট সংক্রমণের 0.23 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 30 জনের মৃত্যু ধরে দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 81 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷