পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : ফের কমে দৈনিক সংক্রমণ দাঁড়াল 14 হাজারে - দেশের করোনা পরিস্থিতি

গত দুদিনে দেশে নিম্নমুখী দৈনিক সংক্রমণ ৷ 15 হাজার থেকে নেমে সংক্রমণ দাঁড়াল 14 হাজারে ৷ একা ওনামেই সংক্রমণ বৃদ্ধি অব্যাহত কেরালায় ৷ গত 24 ঘণ্টায় দেশের মোট দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি শুধুমাত্র কেরালায় ৷

corona
corona

By

Published : Oct 25, 2021, 10:28 AM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর : ফের নামল করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 14 হাজার 306 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 15 হাজার 906 জন ৷ জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) ৷

কমেছে দৈনিক মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় 443 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ আগের দিন মারা গিয়েছিলেন 561 জন ৷ প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর (active case) সংখ্যা ৷ যা নিঃসন্দেহে স্বস্তির খবর ৷ গত 24 ঘণ্টার হিসেবের পর মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লাখ 67 হাজার 695 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লাখ 72 হাজার 594 ৷ আগের দিনের তুলনায় বেড়েছে সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 18 হাজার 762 জন ৷ আগের দিন যা ছিল 16 হাজার 479 জন ৷

গত 24 ঘণ্টায় দেশের দৈনিক মোট আক্রান্তের সংখ্যা 14 হাজার 306 জনের মধ্যে 8 হাজার 538 জনই কেরালার ৷ দেশে 443 জন মৃতের মধ্যে শুধুমাত্র কেরালাতেই 71 জন মারা গিয়েছে ৷

দেশের কোথায় কত সংক্রমণ ? জানুন এক ক্লিকেই ৷

আরও পড়ুন :Corona in Bengal : করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখীই, কমল মৃত্যু

ABOUT THE AUTHOR

...view details