নয়াদিল্লি, 26 অক্টোবর : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 13 হাজার 451 জন ৷ আগের দিন যা ছিল 12 হাজার 428 জন ৷ মারা গিয়েছেন 585 জন ৷ আগের দিন মৃতের সংখ্যা ছিল 356 জন ৷
বুধবার সকালে পাওয়া স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা 3 কোটি 42 লাখ 15 হাজার 653 জন ৷ দৈনিক আক্রান্তের পাশাপাশি গত 24 ঘণ্টায় বেড়েছে মৃত্যুও ৷ এখনও পর্যন্ত দেশে মোট 4 লাখ 55 হাজার 653 জনের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, গত 24 ঘণ্টায় সামান্য কমেছে সুস্থের সংখ্যা ৷ সুস্থ হয়েছেন 14 হাজার 21 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 15 হাজার 951 জন ৷ বর্তমানে মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 35 লাখ 97 হাজার 339 ৷ 242 দিনে দেশে সর্বনিম্ন সক্রিয় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1 লাখ 62 হাজার 661 জনে ৷