নয়াদিল্লি, 22 ফেব্রুয়ারি :গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 13 হাজার 405 জন (India reports 13405 fresh COVID19 cases in the last 24 hours) ৷ আগের দিনের তুলনায় 16 শতাংশ কম ৷ আগের দিন সংখ্যাটা ছিল 16 হাজার 51 জন ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 28 লক্ষ 51 হাজার 929 জন করোনা সংক্রামিত হলেন ৷
আজ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 1.68 শতাংশ থেকে কমে হয়েছে 1.24 শতাংশ ৷ স্বাস্থমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, 1 লক্ষ 81 হাজার 075 জন, যা মোট সংক্রমণের 0.42 শতাংশ ৷
আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, চব্বিশ ঘণ্টায় মৃত 11