নয়াদিল্লি, 23 মার্চ: করোনার সংক্রমণ ফের বাড়ছে ৷ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 1 হাজার 300 জন ৷ বিগত 140 দিনের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ ৷ বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও ৷ গতকাল স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে এই সংখ্যাটা ছিল 1 হাজার 134 ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা পৌঁছল 4 কোটি 46 লক্ষ 99 হাজার 418 জনে (India logged 1300 Covid Cases) ৷
করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5 লক্ষ 30 হাজার 816 ৷ এদিন সকাল 8টায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় কর্ণাটক, গুজরাত এবং মহারাষ্ট্রে একজন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ দৈনিক সংক্রমণের হার (daily positivity Rate) 1.46 এবং সাপ্তাহিক সংক্রমণের হার (weekly positivity rate) 1.08 ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷
সক্রিয় রোগীর সংখ্যা 7 হাজার 605 ৷ এই হার মোট সংক্রমণের 0.02 শতাংশ (Active cases stand at 0.02%) ৷ কোভিড-19 সংক্রমণের সুস্থতার হার 98.79 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 718 জন সুস্থ হয়েছেন ৷ বর্তমানে সুস্থতার হার 98.79 শতাংশ ৷ এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সেরে উঠেছেন মোট 4 কোটি 41 লক্ষ 60 হাজার 997 জন ৷ গত 24 ঘণ্টায় 92.06 কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে জাতীয় ভ্যাকসিনেশন ড্রাইভের কোভিড-19 ভ্যাকসিনের 95.20 কোটি সংখ্যক দ্বিতীয় ডোজ এবং 22.86 সংখ্যক প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ৷
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন ৷ করোনা সংক্রমণের সঙ্গে সঙ্গে ইনফ্লুয়েঞ্জার প্রকোপও বাড়ছে দেশে ৷ তা নিয়েও কথা হয় বৈঠকে । তিনি টুইট করছেন, "জিনোম সিকোয়েন্সিং, হাসপাতালগুলির প্রয়োজনীয় ব্যবস্থা যাতে উন্নত থাকে, তা খতিয়ে দেখা ৷ কোভিড প্রোটোকল মেনে চলা ৷ তাই সতর্ক থাকা দরকার এবং সবরকম সাবধানতা অবলম্বন করা উচিত ৷"
আরও পড়ুন: 4 মাস বাদে করোনা আক্রান্ত সাতশোর বেশি, ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ