নয়াদিল্লি, 9 অগস্ট: এক ধাক্কায় অনেকটাই কমল করোনা সংক্রমণ ৷ মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 12 হাজার 751 জন ৷ সোমবারের রিপোর্টে সংখ্যাটা ছিল 16 হাজার 167 জন (India reports 12,751 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 41 লক্ষ 74 হাজার 650 জন করোনায় সংক্রামিত হলেন ৷
আজকের বুলেটিন অনুযায়ী সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) সংখ্যা 1 লক্ষ 31 হাজার 807 জন, যা মোট সংক্রমণের 0.30 শতাংশ ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 35 হাজার 510 ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 6.14 শতাংশ থেকে 3.50 শতাংশে নেমেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 42 জন ৷ আগের দিন 41 জনের মৃত্যু হয়েছিল ৷ এ পর্যন্ত দেশে 5 লক্ষ 26 হাজার 772 জন করোনায় প্রাণ হারিয়েছেন ৷
আরও পড়ুন:চিকেন পক্সের বাড়বাড়ন্তে বিশেষ সচেতনতা কলকাতা পৌরনিগমে