নয়াদিল্লি, 19 এপ্রিল: ফের চোখ রাঙাচ্ছে করোনা ৷ আবারও বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও আজ তা অনেকটাই বাড়ল ৷ বুধবার সকালের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমণ হয়েছেন 12 হাজার 591 জন ৷ সেইসঙ্গে করোনায় একদিনে সুস্থ হয়েছেন 10 হাজার 827 জন ৷ আজকের সংক্রমণ নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল 65 হাজার 286 ৷
এখনও পর্যন্ত দেশে মোট 4 কোটি 48 লক্ষ 57 হাজার 992 জন করোনা আক্রান্ত হয়েছেন। আর তা থেকে সুস্থ হয়ে উঠেছেন, 4 কোটি 42 লক্ষ 61 হাজার 476 জন। করোনার দৈনিক পজিটিভিটি রেট 5.46 শতাংশ ৷ আর সাপ্তাহিক পজিটিভিটি রেট 5.32 শতাংশ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশ করা বুলেটিন অনুযায়ী, বুধবার দেশে 10 হাজার 542 জন আক্রান্ত হয়েছিলেন। কিন্তু 24 ঘণ্টার ব্যবধানে এক ধাক্কায় সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল প্রায় 13 হাজার ৷ মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল আরও কম। করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত এই ভাবে ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে কোভিড নিয়ে আবার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত দেশব্যাপী কোভিডের টিকা দেওয়া হয়েছে 220.66 কোটি ৷