পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : 12 হাজারে নেমে 238 দিনে সর্বনিম্ন দৈনিক করোনা সংক্রমণ - করোনার দৈনিক সংক্রমণ

কমছে দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় সংক্রামিত হয়েছেন 12 হাজার 428 জন, যা তার আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম ৷ রেকর্ড গড়েছে এই সংখ্যা ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ

By

Published : Oct 26, 2021, 11:27 AM IST

নয়াদিল্লি, 26 অক্টোবর : কমেছে দৈনিক করোনা সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 12 হাজার 428 জন ৷ মারা গিয়েছেন 356 জন ৷ গত 238 দিনে এই সংক্রমণ সর্বনিম্ন ৷

স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry) জানিয়েছে, এর আগের দিন দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 14 হাজার 306 ৷ তাই বেশ খানিকটা কমেছে করোনার সংক্রমণ ৷ মঙ্গলবার সকাল 8টায় পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত দেশেরে 3 কোটি 42 লক্ষ 02 হাজার 202 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

আরও পড়ুন : Covid19 : সংক্রমণ বৃদ্ধি পেলেও কনটেনমেন্ট জোন শুরু করতে অনিচ্ছুক কলকাতা পৌরনিগম

কমেছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রামিত হয়ে মারা গিয়েছেন 356 জন ৷ সোমবার এই সংখ্যাটা ছিল 443 ৷ এখনও পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 55 হাজার 68 জনের মৃত্যু হল ৷ পাশাপাশি জানা গিয়েছে, দেশে এখন সুস্থতার হার 98.19 শতাংশ ৷ সুস্থ হয়েছেন 15 হাজার 951 জন ৷ মোট সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 35 লক্ষ 83 হাজার 318 ৷

তবে কেরালায় পরিস্থিতি এখনও বেশ জটিল ৷ সেরাজ্যে গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 281 জন ৷ নতুন করে সংক্রামিত হয়েছেন 6 হাজার 664 জন ৷ তাই কেরালার পরিস্থিতি এখনও সংকটজনক ৷

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে এখনও পর্যন্ত 102 কোটি 94 লক্ষ 1 হাজার 119 জন নাগরিক কোভিড-19 ভ্যাকসিন পেয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details