পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : দৈনিক করোনা সংক্রমণ দেড় হাজারেরও কম - করোনায় মৃত্যু

করোনা সংক্রমণ নিম্নমুখী ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

By

Published : Mar 31, 2022, 10:55 AM IST

নয়াদিল্লি, 31 মার্চ :দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যায় খুব একটা হেরফের হয়নি ৷ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 হাজার 225 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 1 হাজার 233 জন (India reports 1225 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 30 লক্ষ 24 হাজার 440 জন করোনা সংক্রামিত হলেন ৷

গত 24 ঘণ্টায় দেশে 28 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ আগের দিন যা ছিল 31 জন ৷ এখনও পর্যন্ত 5 লক্ষ 21 হাজার 129 জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছেন ৷ গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা (Active cases in India) দাঁড়িয়েছে 14 হাজার 307 জনে ৷ যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার 0.20 শতাংশ (Daily Positivity Rate) ৷

ভারতে করোনা সংক্রমণ
আরও পড়ুন : Corona Update in Bengal : কমল সংক্রমণ, টানা 8 দিন করোনায় মৃত্যুহীন বঙ্গ

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 1 হাজার 594 জন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 89 হাজার 4 জন ৷ দেশে এখনও পর্যন্ত 184 কোটি 6 লক্ষেরও বেশি কোভিড-19 ভ্যাকসিনের ডোজ় (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details