পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : দেশে করোনার তৃতীয় ঢেউ ! সংক্রমণ ছাড়াল 1 লাখের গণ্ডি - Corona in India

দেশের দৈনিক করোনা সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে ৷ 24 ঘণ্টার ব্যবধানে দেশে লক্ষাধিক মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন (India reports 1,17,100 fresh COVID cases in the last 24 hours) ৷

Corona Update in India
করোনার দৈনিক সংক্রমণ

By

Published : Jan 7, 2022, 9:48 AM IST

Updated : Jan 7, 2022, 10:12 AM IST

নয়াদিল্লি, 7 জানুয়ারি : করোনার দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল এক লক্ষ ৷ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 1 লক্ষ 17 হাজার 100 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 1,17,100 fresh COVID cases in the last 24 hours) ৷ এর আগের দিন সংক্রমণের সংখ্যা ছিল 90 হাজার 928 ৷ মাত্র 24 ঘণ্টার ব্যবধানে 26 হাজারেরও বেশি মানুষ সংক্রামিত হয়েছেন ৷ অর্থাৎ একদিনে সংক্রমণের হার বেড়েছে 28.8 শতাংশ ৷ এ নিয়ে দেশে মোট করোনা সংক্রামিতের সংখ্যা পৌঁছাল 3 কোটি 52 লক্ষ 26 হাজার 386 ৷

সংক্রমণ দাবানলের গতিতে ছড়ালেও আগের দিকে চেয়ে মৃত্যুর সংখ্যা কমেছে ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 302 জন করোনা সংক্রামিত ৷ এর আগের দিন 325 জনের মৃত্যু হয়েছিল ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 83 হাজার 178 জন করোনা সংক্রামিত রোগী মারা গেলেন ৷ মৃত্যুর হার 1.37% ৷ সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে কেরালায় (221) ৷ মৃত্যুর দিকে থেকে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (19) ৷

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 30 হাজার 836 জন ৷ এর আগের দিন 19 হাজার 206 জন করোনা রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই একদিকে সুস্থতার সংখ্যা বেড়েছে ৷ মোট 3 কোটি 43 লক্ষ 71 হাজার 845 জন করোনা রোগী সুস্থ হলেন ৷ সুস্থতার হার 97.57% ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : ঊর্ধ্বগতি অব্যাহতই, বাংলায় সংক্রমণ 15 হাজারের ঘরে

মোট সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা 3 লক্ষ 71 হাজার 363 জন ৷ দেশে এ পর্যন্ত 149 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের (Covid-19 Vaccination) ডোজ দেওয়া হয়েছে ৷

গত 24 ঘণ্টায় দেশে ওমিক্রন আক্রান্তের মোট সংখ্যা 3 হাজার 7 জন ৷ এর আগের দিন এই সংখ্যা ছিল 2 হাজার 630 (Omicron cases in India) ৷ মহারাষ্ট্রে 876, দিল্লিতে 465, কর্নাটকে 333, রাজস্থানে 291, কেরালায় 284 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৷

ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা
Last Updated : Jan 7, 2022, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details