পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India : গত 24 ঘণ্টায় নতুন করোনা সংক্রমণ 1 হাজারের ঘরে - দৈনিক করোনা সংক্রমণের হার

দেশের বিভিন্ন রাজ্যে কোভিড বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে ৷ এখন কেউ মাস্ক না পরলেও তার বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না সংশ্লিষ্ট রাজ্যগুলিতে (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনার দৈনিক সংক্রমণ

By

Published : Apr 3, 2022, 11:19 AM IST

নয়াদিল্লি, 3 এপ্রিল :কমছেদৈনিক করোনা সংক্রমণ ৷ রবিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 হাজার 96 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 1 হাজার 260 জন (India reports 1096 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 30 লক্ষ 28 হাজার 131 জন করোনা সংক্রামিত হলেন ৷

গত 24 ঘণ্টায় দেশে 81 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ আগের দিন সংখ্যাটা ছিল 83 ৷ এখনও পর্যন্ত 5 লক্ষ 21 হাজার 345 জন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছেন ৷ গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা (Active cases in India) দাঁড়িয়েছে 13 হাজার 13 জনে ৷ যা মোট সংক্রমণের 0.03 শতাংশ ৷ দৈনিক করোনা সংক্রমণের হার 0.24 শতাংশ (Daily Positivity Rate) ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : একধাক্কায় দৈনিক সংক্রমণ দ্বিগুন হলেও টানা 11দিন করোনায় মৃত্যুহীন রাজ্য

গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 1 হাজার 447 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 1 হাজার 404 জন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 93 হাজার 773 জন ৷ দেশে এখনও পর্যন্ত 184 কোটি 66 লক্ষেরও বেশি কোভিড-19 ভ্যাকসিনের ডোজ় (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details