নয়াদিল্লি, 7 নভেম্বর : দেশে আরও কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 10 হাজার 853 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 10 হাজার 929 জন ৷ সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা ৷
গত চব্বিশ ঘণ্টায় দেশে বেড়েছে মৃতের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় 526 জন মারা গিয়েছেন ৷ আগের দিন 392 জন রোগী মারা গিয়েছিলেন ৷ এপর্যন্ত দেশে মোট 4 লক্ষ 60 হাজার 791 জন করোনা সংক্রামিত রোগী মারা গেলেন ৷