নয়াদিল্লি, 21 নভেম্বর : কিছুটা কমল দৈনিক করোনা সংক্রমণ ৷ আজ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 10 হাজার 488 জন ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 10 হাজার 302 জন ৷ এনিয়ে দেশে মোট মোট করোনা সংক্রামিত হলেন 3 কোটি 45 লক্ষ 10 হাজার 413 জন ৷
তবে বেড়েছে মৃত্যু (Death) ৷ সকালে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 313 জন ৷ তার আগের দিন সংখ্যাটা ছিল 267 ৷ এখনও অবধি দেশে মোট 4 লক্ষ 65 হাজার 662 জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রামিত হয়ে ৷
সকালে প্রকাশিত রিপোর্টের জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 12 হাজার 329 জন সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 11 হাজার 787 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ মোট করোনা সংক্রামিত সুস্থ রোগীর সংখ্যা 3 কোটি 39 লক্ষ 22 হাজার 37 জন ৷ সুস্থতার হার 98.30% ৷