নয়াদিল্লি, 15 নভেম্বর :দেশে দৈনিক সংক্রমণ সামান্য কমল গত 24 ঘণ্টায় ৷ সোমবার স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 10 হাজার 229 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 11 হাজার 271 ৷ মৃত্যু হয়েছে 125 জনের ৷ আজকের রিপোর্টের পর দেশে মোট 3 কোটি 44 লক্ষ 47 হাজার 536 জন করোনা সংক্রামিত হলেন ৷
কমেছে মৃত্যুর সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, 24 ঘণ্টায় 125 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 285 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 63 হাজার 655 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷
সকালে প্রকাশিত রিপোর্টের সময় অনুযায়ী, গত 24 ঘণ্টায় 11 হাজার 926 জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৷ তার আগের দিন 11 হাজার 376 জন সেরে উঠেছিলেন ৷ এপর্যন্ত দেশে মোট 3 কোটি 38 লক্ষ 49 হাজার 785 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.26 শতাংশ ৷