পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : করোনার দৈনিক সংক্রমণ কমে 10 হাজারের ঘরে, মৃত 125 - 15 NOVEMBER

স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 10 হাজার 229 জন করোনা সংক্রমিত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 125 জনের ৷

Corona in India
করোনার দৈনিক সংক্রমণ সামান্য কমে 10 হাজারের ঘরে

By

Published : Nov 15, 2021, 9:41 AM IST

Updated : Nov 15, 2021, 10:15 AM IST

নয়াদিল্লি, 15 নভেম্বর :দেশে দৈনিক সংক্রমণ সামান্য কমল গত 24 ঘণ্টায় ৷ সোমবার স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 10 হাজার 229 জন ৷ আগের দিন এই সংখ্যাটা ছিল 11 হাজার 271 ৷ মৃত্যু হয়েছে 125 জনের ৷ আজকের রিপোর্টের পর দেশে মোট 3 কোটি 44 লক্ষ 47 হাজার 536 জন করোনা সংক্রামিত হলেন ৷

কমেছে মৃত্যুর সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, 24 ঘণ্টায় 125 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 285 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 63 হাজার 655 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷

সকালে প্রকাশিত রিপোর্টের সময় অনুযায়ী, গত 24 ঘণ্টায় 11 হাজার 926 জন করোনা রোগী সুস্থ হয়েছেন ৷ তার আগের দিন 11 হাজার 376 জন সেরে উঠেছিলেন ৷ এপর্যন্ত দেশে মোট 3 কোটি 38 লক্ষ 49 হাজার 785 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.26 শতাংশ ৷

কমেছে সক্রিয় রোগীর (active cases) সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হওয়ার পর দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 34 হাজার 96, যা মোট সংক্রমণের 0.39 শতাংশ ৷ আর সক্রিয় রোগীর সংখ্যা বিগত 523 দিনে সবচেয়ে কম ৷

আরও পড়ুন: করোনার দৈনিক সংক্রমণ 11 হাজারেই

কেরালার পরিস্থিতি এখনও উদ্বেগজনক ৷ সেরাজ্যে মোট 5 হাজার 848 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ মারা গিয়েছেন 46 জন ৷

আজ সকালের রিপোর্ট প্রকাশিত হওয়ার আগের 24 ঘণ্টায় 30 লক্ষ 20 হাজার 119 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে ৷ এনিয়ে দেশে 112 কোটি 34 লক্ষ 30 হাজার 478 জনকে কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হল ৷

Last Updated : Nov 15, 2021, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details