নয়াদিল্লি, 22 মার্চ: সম্প্রতি লন্ডনের ভারতীয় হাই কমিশন সাক্ষী থেকেছিল খালিস্তানপন্থীদের তাণ্ডবের ৷ কার্যত বিনা বাধায় সেখানকার ভারতীয় হাই কমিশন চত্বরে ঢুকে ভারতের জাতীয় পতাকা খুলে নেয় খালিস্তান সমর্থকরা ৷ এরই পালটা পদক্ষেপ এবার করল নয়াদিল্লি ৷ বুধবার দিল্লিস্থিত ব্রিটিশ হাই কমিশনের সামনে থেকে ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ ৷ ব্যারিকেড সরানো হয়েছে ভারতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের বাড়ির সামনে থেকেও (barricades removed from outside British High Commission) ৷
এদিন দুপুরে পুলিশ ওই ব্যারিকেডগুলি সরিয়ে নেয় ৷ লন্ডনের ঘটনার তিন দিন পরেই যেভাবে এই পদক্ষেপ করা হল, তার পিছনে ব্রিটেনকে ভারতের তরফে কড়া বার্তা দেওয়ার প্রচেষ্টা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ যদিও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানা যায়নি ৷ দিল্লির ব্রিটিশ হাই কমিশনের তরফেও এই বিষয়ে মুখ বন্ধ রাখা হয়েছে ৷ সেখানকার এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে তাঁরা কোনও মন্তব্য করবেন না ৷ তবে তাৎপর্যপূর্ণ হল, দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এরকম কোনও দেশের বিরুদ্ধে এই প্রথম এরকম কোনও পদক্ষেপ করল ভারত (British High Commission office in New Delhi) ৷