নিউদিল্লি, 24 নভেম্বর : আন্তর্জাতিক স্তরে অপরিশোধিত তেলের দাম কমাতে এবার বিশ্বমঞ্চে ত্রাতার ভূমিকায় ভারত ৷ নিজেদের জরুরি ভিত্তিতে মজুত রাখা অপরিশোধিত তেলের থেকে 5 মিলিয়ন ব্যারল আন্তর্জাতিক বাজারে আমেরিকা, জাপান সহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশগুলিকে সরবরাহ করবে ভারত (India Release 5 Million Barrels Crude Oil) ৷ মঙ্গলবার ভারত সরকারের এক আধিকারিক এ কথা জানিয়েছেন ৷
এই প্রথমবার ভারত তার জরুরি ভিত্তিতে মজুত রাখা অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়ছে (India Crude Oil Release) ৷ ভারতের কাছে এই মুহূর্তে 5.33 মিলিয়ন টন অর্থাৎ, 38 মিলিয়ন ব্যারল অপরিশোধিত তেল মাটির তলার কার্ভেনে মোট তিনটি জায়গায় মজুত করা আছে ৷ যেগুলি পূর্ব এবং পশ্চিম সমুদ্র উপকূলে রয়েছে ৷ সেই মজুত থেকেই ভারত, আমেরিকা-সহ অন্যান্য বৃহৎ অর্থনীতির দেশকে অপরিশোধিত তেলের জোগান দেবে ৷ ভারত সরকারের ওই সূত্র মারফত এও বলা হয়েছে, 38 মিলিয়ন ব্যারলের মধ্যে 5 মিলিয়ন ব্যারল ছাড়া হবে ৷ জরুরি ভিত্তিতে যত দ্রুত সম্ভব আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এই অপরিশোধিত তেলের জোগান দেবে পেট্রলিয়াম মন্ত্রক ৷
আরও পড়ুন :Fuel Price: উপনির্বাচনে ধাক্কার জের, পেট্রল-ডিজেলের শুল্ক হ্রাস নিয়ে মোদি-শাহকে কটাক্ষ বিরোধীদের
সরকারি ওই আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভারত সরকার ভবিষ্যতে আরও অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে ছাড়তে পারে (India Release Crude Oil from Emergency Reserves) ৷ সরকারিভাবে ভারত সরকারও এ নিয়ে ঘোষণা করবে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷ তবে, শুধু ভারতের কাছেই অপরিশোধিত তেল ছাড়ার আবেদন করেনি আমেরিকা ৷ এই তালিকায় চিন, জাপানের মতো উন্নত দেশগুলিও রয়েছে বলে জানা গিয়েছে ৷ আর এর মূল উদ্দেশ্য আন্তর্জাতিক বাজারে অপিরশোধিত তেলের দামকে নিয়ন্ত্রণে এনে জ্বালানির দাম কমানো ৷