নয়াদিল্লি, 24 এপ্রিল : দেশে ক্রমাগত উর্ধ্বমুখী করোনার দৈনিক সংক্রমণ ৷ গতকালই 3 লাখ 32 হাজার ছাড়িয়েছিল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ এ বার তা আরও বাড়ল ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 লাখ 46 হাজারের বেশি মানুষ ৷ করোনায় একদিনে মৃত্যু আজ আড়াই হাজার ছাড়িয়ে গেল ৷ একদিনে মৃত্যু হয়েছে 2,624 জনের ৷
দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের মেডিকেল বুলেটিন অনুযায়ী, দেশে গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 লাখ 46 হাজার 786 জন ৷ এই নিয়ে টানা তিন দিন ধরে 3 লাখের বেশি সংক্রমণ হল দেশে ৷ খুব তাড়াতাড়ি সাড়ে তিন লাখ ছাড়াতে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 1 কোটি 66 লাখ 10 হাজার 481 ৷
এদিকে, বাড়ছে মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় আড়াই হাজারের বেশি মৃত্যু হয়েছে ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 2 হাজার 263 জন ৷ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1 লাখ 89 হাজার 544৷ বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 25 লাখ 52 হাজার 940৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 1 কোটি 38 লাখ 67 হাজার 997 জন ৷