পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চার হাজারের নিচে নামল দৈনিক মৃত্যু, কমল সংক্রমণও

24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা কমেছে ৷ এদিকে সুস্থতার হারও কিছুটা স্বস্তি দিচ্ছে ৷ 24 ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থের সংখ্যা বেশি ৷ একদিনে সুস্থ হয়েছে 3 লাখ 53 হাজার 299 ৷

দেশে গতকালের তুলনায় কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
দেশে গতকালের তুলনায় কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

By

Published : May 15, 2021, 9:48 AM IST

Updated : May 15, 2021, 10:33 AM IST

নয়া দিল্লি,15 মে : দেশজুড়ে করোনাভাইরাসের পরিস্থিতি উদ্বেগজন । এমনকি, এই বছর আরও মারাত্মক আকার নেবে করোনা । এমনই জানিয়ে দেওয়া হয়েছে । তবে এই উদ্বেগজনক পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল দৈনিক সংক্রমণ ৷ গতকালের তুলনায় এই গ্রাফ কিছুটা নেমেছে ৷ মৃত্যুও চার হাজারের কম ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 লাখ 26 হাজার 98 জন ৷ মৃত্যু হয়েছে 3 হাজার 890 জনের ৷

শনিবার সকালে প্রকাশিত বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি 43 লাখ 72 হাজার 907 ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2 লাখ 66 হাজার 207 ৷

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমছে ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 36 লাখ 73 হাজার 802 ৷ এদিকে সুস্থতার হারও কিছুটা স্বস্তি দিচ্ছে ৷ 24 ঘণ্টায় আক্রান্তের তুলনায় সুস্থের সংখ্যা বেশি ৷ একদিনে সুস্থ হয়েছে 3 লাখ 53 হাজার 299 ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 2 কোটি 4 লাখ 32 হাজার 898 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 18 কোটি 4 লাখ 57 হাজার 579 জনের ৷

আরও পড়ুন,এই বছর আরও মারাত্মক আকার নেবে করোনা, সতর্কবার্তা হু-র

আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে মহারাষ্ট্র ৷ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 39 হাজার 923 জন ৷ মৃত্যু হয়েছে 695 জনের ৷ এরপরেই রয়েছে কর্নাটক, কেরালা, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গতকাল মোট 16 লাখ 93 হাজার 93 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 14 মে পর্যন্ত মোট 31 কোটি 30 লাখ 17 হাজার 193 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

Last Updated : May 15, 2021, 10:33 AM IST

ABOUT THE AUTHOR

...view details