নয়া দিল্লি,16 মে : দেশজুড়ে করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই কিছুটা স্বস্তি দিল দৈনিক সংক্রমণ ৷ গতকালের তুলনায় এই গ্রাফ কিছুটা নেমেছে ৷ তবে ফের বেড়েছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন 3 লাখ 11 হাজার 170 জন ৷ মৃত্যু হয়েছে 4 হাজার 77 জনের ৷ এদিকে, দৈনিক আক্রান্তের তুলনায় বেড়েছে সুস্থের সংখ্যা ৷ যা আরও খানিকটা স্বস্তি দিচ্ছে ৷
শনিবার সকালে প্রকাশিত বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 2 কোটি 46 লাখ 84 হাজার 77 ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2 লাখ 70 হাজার 284 ৷ দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও কমছে ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 36 লাখ 18 হাজার 458 ৷