দিল্লি , 29 ডিসেম্বর : দেশে ফের কমল দৈনিক আক্রান্তের সংখ্যা । ছয় মাসের মধ্যে 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবথেকে কম । নতুন করে দেশে আক্রান্ত হয়েছে 16 হাজার 432 জন ৷ একদিনে মৃত্যু হয়েছে 252 জনের ।
স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 2 লাখ 24 হাজার 303 । মোট মৃত্যু হয়েছে 1 লাখ 48 হাজার 153 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 24 হাজার 900 জন ৷ সব মিলে দেশে এপর্যন্ত সুস্থ হয়েছে 98 লাখ 7 হাজার 569 ৷ অন্যদিকে, বর্তমানে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 68 হাজার 581 জন ৷
কোরোনা সংক্রমণের নিরিখে দেশে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র । এখানে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19 লাখ । এরপরই রয়েছে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । এখানে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে যথাক্রমে 9 লাখ ও সাড়ে 8 লাখ । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-র তথ্য অনুযায়ী, গতকাল 9 লাখ 83 হাজার 695 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 28 ডিসেম্বর পর্যন্ত মোট 16 কোটি 98 লাখ 1 হাজার 749 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।