নয়াদিল্লি, 12 এপ্রিল : দেশে কিছুটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 1 লাখ 61 হাজার 736 ৷ গতকাল যা ছিল 1 লাখ 68 হাজার 912 । কমেছে দৈনিক মৃত্যুও ৷ একদিনে মৃত্যু হয়েছে 879 জন ৷ গতকাল মৃতের সংখ্যা ছিল 904 ৷
স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছে 1 কোটি 36 লাখ 89 হাজার 453 জনের ৷ তার মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 12 লাখ 64 হাজার 698 ৷ করোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 71 হাজার 58 জনের ৷ দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 97 হাজার 168 জন ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 22 লাখ 53 হাজার 697৷
গত 6 দিন ধরে করোনার গ্রাফ ঊর্ধ্বমূখী ছিল ৷ সেই তুলনায় আজ প্রায় 7 হাজার কমল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ এদিকে, এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে মোট আক্রান্ত 34 লাখ 58 হাজার 996 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 28 লাখ 34 হাজার 473 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কেরালা ও তৃতীয় স্থানে কর্নাটক ৷ কেরালায় মোট আক্রান্ত 11 লাখ 72 হাজার 882 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 11 লাখ 20 হাজার 174 জন ৷ এছাড়া কর্নাটকে মোট আক্রান্ত 10 লাখ 74 হাজার 869 ৷ সুস্থ হয়েছে 9 লাখ 85 হাজার 924 জন ৷
আরও পড়ুন,কোভিড 19 অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি, সতর্ক করল হু
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের দেওয়া তথ্য অনুসারে একদিনে মোট 14 লাখ 122 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এপর্যন্ত মোট 25 কোটি 92 লাখ 7 হাজার 108টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ।