নয়া দিল্লি, 4 নভেম্বর : আজ দেশজুড়ে শুরু হয়েছে দীপাবলি উৎসব ৷ আগের বছরের তুলনায় এ বছর করোনা পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে ৷ আর এ বছর জানুয়ারি মাস থেকে দেশে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ তাই দীর্ঘ লকডাউন পার করে এবছরে উৎসবে মেতেছেন মানুষ ৷
আজ সকাল 8টায় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় 12 হাজার 885 জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 11 হাজার 903 ৷ তাই কিছুটা বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 43 লক্ষ 21 হাজার 025 জন করোনা সংক্রামিত হলেন ৷
দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও ৷ সকালে প্রকাশিত বুলেটিন অনুযায়ী 461 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ তার আগের দিন 311 জন রোগী মারা গিয়েছিলেন ৷ এখনও অবধি দেশে মোট 4 লক্ষ 59 হাজার 652 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷
আরও পড়ুন : Corona in Bengal : কালী পুজোর আগে রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও