পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona in India : দীপাবলিতে করোনার সংক্রমণ বেড়ে 12 হাজারে - দীপাবলিতে ভারতে করোনা

আজ দীপাবলি ৷ এ বছরের আলোর উৎসব একটু অন্যরকম ৷ কারণ করোনা পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে ৷ আর চলছে কোভিড-19 ভ্যাকসিনেশন ৷ তাও কোভিডবিধি মেনে চলা জরুরি ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ

By

Published : Nov 4, 2021, 12:55 PM IST

নয়া দিল্লি, 4 নভেম্বর : আজ দেশজুড়ে শুরু হয়েছে দীপাবলি উৎসব ৷ আগের বছরের তুলনায় এ বছর করোনা পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে ৷ আর এ বছর জানুয়ারি মাস থেকে দেশে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ তাই দীর্ঘ লকডাউন পার করে এবছরে উৎসবে মেতেছেন মানুষ ৷

আজ সকাল 8টায় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় 12 হাজার 885 জন নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 11 হাজার 903 ৷ তাই কিছুটা বেড়েছে করোনার দৈনিক সংক্রমণ ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 43 লক্ষ 21 হাজার 025 জন করোনা সংক্রামিত হলেন ৷

দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃত্যুও ৷ সকালে প্রকাশিত বুলেটিন অনুযায়ী 461 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ তার আগের দিন 311 জন রোগী মারা গিয়েছিলেন ৷ এখনও অবধি দেশে মোট 4 লক্ষ 59 হাজার 652 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Corona in Bengal : কালী পুজোর আগে রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যুও

সক্রিয় রোগীর সংখ্যা এখন নিম্নমুখী ৷ আজ প্রকাশিত রিপোর্টের পর দেশে মোট সক্রিয় রোগীর (active cases) সংখ্যা 1 লক্ষ 48 হাজার 579, যা বিগত 253 দিনে সর্বনিম্ন এবং দেশের মোট করোনা সংক্রামিত রোগীর 0.43 % ৷

সকালের রিপোর্টে জানানো হয়েছে, 15 হাজার 054 জন করোনা সংক্রামিত রোগী গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন ৷ তাই বেড়েছে সুস্থতার সংখ্যাও ৷ এর আগের দিন 14 হাজার 159 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ সুস্থতার হার 98.23% ৷ এখনও পর্যন্ত 3 কোটি 37 লক্ষ 12 হাজার 794 জন রোগী সুস্থ হয়েছেন ৷

সকাল 8টার বুলেটিন অনুযায়ী, কেরালায় গত 24 ঘণ্টায় 7 হাজার 312 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ শুধুমাত্র এ রাজ্যেই মারা গিয়েছেন 362 জন ৷

তবে বিগত 27 দিন ধরে একটানা দৈনিক সংক্রমণ 20 হাজারের নিচে এবং 130 দিন ধরে 50 হাজারের নিচেই রয়েছে ৷

আজ সকালের রিপোর্ট প্রকাশের সময় পর্যন্ত প্রায় 107 কোটি 63 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details