নয়াদিল্লি, 30 ডিসেম্বর : 2021 সালে ভারতে 126টি বাঘের মৃত্যু হয়েছে (India Records 126 Tiger Deaths in 2021) ৷ গত এক দশক আগে এই নিয়ে তথ্যভান্ডার তৈরি করা শুরু হয় ৷ তার পর এই প্রথম কোনও এক বছরে বাঘের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ৷ সর্বশেষ বাঘের মৃত্যুর ঘটনা ঘটেছে বুধবার মধ্যপ্রদেশে ৷ এমনটাই জানিয়েছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (National Tiger Conservation Authority) ৷
2012 সাল থেকে এই তথ্যভান্ডার তৈরি হওয়া শুরু হয় ৷ তার পর 2016 সালে 121টি বাঘের মৃত্যু হয়েছিল ৷ এতদিন সেটাই ছিল সর্বোচ্চ সংখ্যা ৷ এই তথ্য খুবই চিন্তার বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷
সারা বিশ্বে বাঘের সংখ্যার 75 শতাংশ ভারতে ৷ দু’বছর আগে সরকারি তরফে জানানো হয়েছিল যে 2018 সালে বাঘের সংখ্যা 2967 ৷ ওই তথ্য যথেষ্ট আশাপ্রদ ছিল ৷ কারণ, 2006 সালে ভারতের বাঘের সংখ্যা 1411 ছিল ৷ সেখান থেকে প্রায় দেড় হাজার বেড়েছিল বাঘের সংখ্যা ৷ এই নিয়ে বন মন্ত্রকের প্রশংসা করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷