নয়াদিল্লি, 30 ডিসেম্বর:বছর শেষের আগে দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ ৷ ভারতে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 743 জন । করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সাতজনের ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, "সাতটি বেড়ে দেশে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বর্তমানে 3 হাজার 997-এ পৌঁছেছে । গত 24 ঘণ্টায় কেরলে তিনজন, কর্ণাটকে দুজন এবং ছত্তিশগড় ও তামিলনাড়ুতে একজনের মৃত্যু হয়েছে । এর সঙ্গে 2020 সালের জানুয়ারিতে কোভিডের প্রাদুর্ভাবের পর থেকে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 4 কোটি 50 লক্ষ 12 হাজার 484 জন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে 743 জন কোভিডে আক্রান্ত ৷"
গত 24 ঘণ্টায় সাতজনের মৃত্যুর পর ভারতে কোভিডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 লক্ষ 33 হাজার 358 । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অফিসিয়াল রিপোর্ট অনুসারে, 29 ডিসেম্বর 2023 তারিখে 41 হাজার 797টি কোভিড পরীক্ষা করা হয়েছিল দেশে । 28 ডিসেম্বর পর্যন্ত কোভিডের সাব-ভেরিয়েন্ট জেএন.1-এ মোট 145 জন আক্রান্ত হয়েছেন । কোভিড পরীক্ষার জন্য এই নমুনাগুলি এ বছরের 18 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বরের মধ্যে সংগ্রহ করা হয়েছিল ৷ এমনটাই সরকারি সূত্র এএনআইকে জানিয়েছে ।