পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on democracy summit: বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় জোর মোদির - গণতন্ত্রের সামিটে নরেন্দ্র মোদি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে (democracy summit) যোগ দিয়ে গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on democracy summit)৷

India ready to work with partners to strengthen democratic values globally, PM Modi says after Joe Biden's democracy summit
বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় জোর মোদির

By

Published : Dec 10, 2021, 11:40 AM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত ভারত ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকে গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে (PM Modi on democracy summit) যোগ দেওয়ার পর একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আইনি শাসনের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক স্পিরিট ভারতীয়দের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে আছে বলে সম্মেলনে দাবি করেছেন নমো ৷

বৃহস্পতিবার বাইডেনের ডাকে একদিনের ভার্চুয়াল সামিটের (Joe Biden's democracy summit) লিডার্স প্লেনারি সেশনে আমন্ত্রিত 12টি দেশের মধ্যে ছিল ভারতও ৷ রুদ্ধদ্বার সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়ে তিনি খুশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি টুইটে লেখেন, "রাষ্ট্রপতি বাইডেনের আমন্ত্রণে গণতন্ত্রের সামিটে যোগ দিতে পেরে আমি খুশি ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে ৷"

আরও পড়ুন:Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

গণতন্ত্রের শীর্ষ সম্মেলন (democracy summit) অনুষ্ঠিত হওয়ার ঘটনা এই প্রথম ৷ ভার্চুয়াল সামিটের সূচনায় ভারত ছাড়াও ফ্রান্স, কানাডা, ব্রাজিল, আর্জেন্তিনা, উরুগুয়ে, জাপান, ইজরায়েল ও ফিলিপিন্সের 80 জন নেতা উপস্থিত ছিলেন ৷ গণতন্ত্রকে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, সেগুলির উপর জোর দেওয়া হয় এই সামিটে ৷ তুলে ধরা হয় গণতন্ত্রের জন্য মেলা সুযোগ-সুবিধের কথাও ৷ এ ক্ষেত্রে ব্যক্তিগত ও সমষ্টিগত সংস্কার, উদ্যোগ ও দায়বদ্ধতার কথা এই প্ল্যাটফর্মে ঘোষণা করা যাবে বলে জানিয়েছেন উপস্থিত নেতারা ৷ দেশে ও দেশের বাইরে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার উদ্যোগ নেওয়া হবে বলে সামিটে সম্মত হন বিভিন্ন দেশের নেতারা ৷

আরও পড়ুন:BJP Parliamentary Party meeting : সংসদীয় বৈঠকে নেতাদের সাবধান করলেন মোদি, আগামী সপ্তাহে কাশীতে ডাকলেন বৈঠক

ABOUT THE AUTHOR

...view details