পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

PM Modi on democracy summit: বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় জোর মোদির

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে (democracy summit) যোগ দিয়ে গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on democracy summit)৷

India ready to work with partners to strengthen democratic values globally, PM Modi says after Joe Biden's democracy summit
বাইডেনের ডেমোক্র্যাসি সামিটে গণতন্ত্রের মূল্যবোধ রক্ষায় জোর মোদির

By

Published : Dec 10, 2021, 11:40 AM IST

নয়াদিল্লি, 10 ডিসেম্বর: বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত ভারত ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকে গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে (PM Modi on democracy summit) যোগ দেওয়ার পর একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আইনি শাসনের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক স্পিরিট ভারতীয়দের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে আছে বলে সম্মেলনে দাবি করেছেন নমো ৷

বৃহস্পতিবার বাইডেনের ডাকে একদিনের ভার্চুয়াল সামিটের (Joe Biden's democracy summit) লিডার্স প্লেনারি সেশনে আমন্ত্রিত 12টি দেশের মধ্যে ছিল ভারতও ৷ রুদ্ধদ্বার সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়ে তিনি খুশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি টুইটে লেখেন, "রাষ্ট্রপতি বাইডেনের আমন্ত্রণে গণতন্ত্রের সামিটে যোগ দিতে পেরে আমি খুশি ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে ৷"

আরও পড়ুন:Chopper Crash: চপার দুর্ঘটনায় মৃত সেনা আধিকারিকদের শেষ শ্রদ্ধা প্রধানমন্ত্রীর

গণতন্ত্রের শীর্ষ সম্মেলন (democracy summit) অনুষ্ঠিত হওয়ার ঘটনা এই প্রথম ৷ ভার্চুয়াল সামিটের সূচনায় ভারত ছাড়াও ফ্রান্স, কানাডা, ব্রাজিল, আর্জেন্তিনা, উরুগুয়ে, জাপান, ইজরায়েল ও ফিলিপিন্সের 80 জন নেতা উপস্থিত ছিলেন ৷ গণতন্ত্রকে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, সেগুলির উপর জোর দেওয়া হয় এই সামিটে ৷ তুলে ধরা হয় গণতন্ত্রের জন্য মেলা সুযোগ-সুবিধের কথাও ৷ এ ক্ষেত্রে ব্যক্তিগত ও সমষ্টিগত সংস্কার, উদ্যোগ ও দায়বদ্ধতার কথা এই প্ল্যাটফর্মে ঘোষণা করা যাবে বলে জানিয়েছেন উপস্থিত নেতারা ৷ দেশে ও দেশের বাইরে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার উদ্যোগ নেওয়া হবে বলে সামিটে সম্মত হন বিভিন্ন দেশের নেতারা ৷

আরও পড়ুন:BJP Parliamentary Party meeting : সংসদীয় বৈঠকে নেতাদের সাবধান করলেন মোদি, আগামী সপ্তাহে কাশীতে ডাকলেন বৈঠক

ABOUT THE AUTHOR

...view details