নয়াদিল্লি, 10 ডিসেম্বর: বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত ভারত ৷ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকে গণতন্ত্রের শীর্ষ সম্মেলনে (PM Modi on democracy summit) যোগ দেওয়ার পর একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আইনি শাসনের প্রতি শ্রদ্ধা ও গণতান্ত্রিক স্পিরিট ভারতীয়দের রন্ধ্রে রন্ধ্রে গেঁথে আছে বলে সম্মেলনে দাবি করেছেন নমো ৷
বৃহস্পতিবার বাইডেনের ডাকে একদিনের ভার্চুয়াল সামিটের (Joe Biden's democracy summit) লিডার্স প্লেনারি সেশনে আমন্ত্রিত 12টি দেশের মধ্যে ছিল ভারতও ৷ রুদ্ধদ্বার সেশনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়ে তিনি খুশি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি টুইটে লেখেন, "রাষ্ট্রপতি বাইডেনের আমন্ত্রণে গণতন্ত্রের সামিটে যোগ দিতে পেরে আমি খুশি ৷ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে বিশ্বব্যাপী গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করতে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে সব বন্ধু রাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে ৷"