পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India in Asia Cup 2022 : 15 গোলের লক্ষ্যে নেমে ইন্দোনেশিয়াকে 16 গোল দিয়ে শেষ চারে ভারত - India qualify for Super Fours with massive 16 goal win over hosts Indonesia

জিবেকে স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়ামে এদিন ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই আক্রমণাত্মক ‘মেন ইন ব্লু’ ৷ ইন্দোনেশিয়াকে 16 গোলের মালা পড়ালেন সুরজ কারকেরা, পবন রাজবররা (India qualify for Super Fours with massive 16 goal) ।

Asia Cup 2022
ইন্দোনেসিয়াকে 16 গোল দিয়ে শেষ চারে ভারত

By

Published : May 26, 2022, 8:49 PM IST

জাকার্তা, 26 মে : ভারতের শেষ চারে ওঠার দু'টি শর্ত ছিল ৷ এক, জাপানের কাছে হারতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৷ দুই, বড় ব্যবধানে হারাতে হবে ইন্দোনেশিয়াকে ৷ শর্ত মেনে 3-2 গোলে জাপানের কাছে হারল পাকিস্তান ৷ দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়াকে 16 গোলের মালা পড়ালেন সুরজ কারকেরা, পবন রাজবররা ৷ ফলে শেষ চার নিশ্চিত করে ফেলল গতবারের চ্যাম্পিয়নরা (India qualify for Super Fours with massive 16 goal) ৷

জিবেকে স্পোর্টস কমপ্লেক্স হকি স্টেডিয়ামে এদিন ম্যাচের প্রথম কোয়ার্টার থেকেই ম্যাচে রাশ নিজেদের হাতে নিয়েছিল ‘মেন ইন ব্লু’ ৷ 9 মিনিটের মাথাতেই ভারতকে এগিয়ে দিয়েছিলেন পবন রাজবর । সেই শুরু, শেষপর্যন্ত 59 মিনিটে দীপসন তিরকের গোলে থামে ভারতের আগ্রাসন ৷

আরও পড়ুন : এশিয়া কাপে পাকিস্তান গাঁটে আটকে গেল ভারত

পাকিস্তান হারার পর এদিন 15 গোলের ব্যাবধানে ‘ইন্দোনেশিয়া বধ’ করতে হত ৷ এক গোল বেশি দিয়ে সহজেই শেষ চারের টিকিট নিশ্চিত করল ভারত ৷ 4 গোল করে ম্যাচের নায়ক দীপসন ৷ 3টি গোল এসেছে সুদেব বেলিমাগ্গার স্টিক থেকে ৷ 2টি করে গোল করেছেন বিত্তালাচারিয়া সুনীল, কার্তি সেলভম, পবন রাজবররা ৷ 1টি করে গোল এসেছে সঞ্জীব নিলাম, বীরেন্দ্র লাকরার স্টিক থেকে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details