মুম্বই, 28 অক্টোবর: মুম্বইয়ে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবিরোধী বৈঠকে (UNSC CTC Meet) পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে লজ্জার মুখে ফেলে দিল দিল্লি ৷ শুক্রবার বৈঠকে পাকিস্তানের জঙ্গি সাজিদ মীরের (Sajid Mir) অডিয়ো টেপ চালিয়ে দিয়ে, 26/11 মুম্বই হামলায় পাকিস্তানের ভূমিকার সবিস্তার প্রমাণ পেশ করল ভারত ৷ সেই অডিয়ো ক্লিপে সাজিদ মীরকে 26/11 মুম্বই হামলার (26/11 Mumbai Attack) সময় চাবাদ হাউসে হামলার নির্দেশ দিতে শোনা যায় ।
অডিয়ো ক্লিপটি চালিয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ পেশ করেছে ভারত (India plays Pak terrorist tape)। তাজমহল প্যালেসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) কাউন্টার-টেরোরিজম কমিটির (CTC) বৈঠকে দেশের শীর্ষ ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার পঙ্কজ ঠাকুর অডিয়ো ক্লিপটি চালিয়ে দেন ৷ এতেই বোঝা যায় যে, পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের বাসিন্দা সাজিদ মীর মুম্বই 26/11 সন্ত্রাসী হামলার সময় চাবাদ হাউসে থাকা জঙ্গিদের নির্দেশ দিচ্ছে । 15টিরও বেশি দেশের বেশ কয়েকজন বিদেশমন্ত্রী ও কূটনীতিকের উপস্থিতিতে এই অডিয়োটেপ প্রকাশ করেন পঙ্কজ ঠাকুর । উল্লেখ্য, ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে অন্যতম সাজিদ মীর ৷ মুম্বইতে 2008 সালের জঙ্গি হামলায় জড়িত থাকার জন্য তিনি ওয়ান্টেড তালিকায় আছেন ।