পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India on Accidental Missile Firing : ভুলবশত পাকিস্তানে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের - ভুলবশত পাকিস্তানে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র

গত 9 মার্চ পাকিস্তানের দিকে ভুল করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় সেনা ৷ কী কারণে এই ভুল হল, তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক (India orders Enquiry on Accidental Missile Firing in Pakistan) ৷

india orders enquiry on accidental missile firing in pakistan
India on Accidental Missile Firing : ভুলবশত পাকিস্তানে পড়ল ভারতের ক্ষেপণাস্ত্র, তদন্তের নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের

By

Published : Mar 11, 2022, 9:05 PM IST

নয়াদিল্লি, 11 মার্চ : ভুল করে পাকিস্তানের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারতীয় সেনাবাহিনী ৷ শুক্রবার বিষয়টি স্বীকার করে নেওয়া হয়েছে ভারতের তরফে ৷ ঘটনাটি ঘটেছে গত 9 মার্চ ৷ এই নিয়ে ভারতের তরফে ক্ষমাও চাওয়া হয়েছে ৷

পাকিস্তানের তরফে গতকাল, বৃহস্পতিবারই এই নিয়ে সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানে এই নিয়ে অভিযোগ করা হয় ৷ পাকিস্তানের দাবি, তাদের দেশের মিয়ান চন্নু এলাকায় ওই ক্ষেপণাস্ত্র পড়েছে ৷ সেই কারণে ওই এলাকায় ক্ষয়ক্ষতিও হয়েছে ৷

শুক্রবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক (Indian Defence Ministry) বিষয়টি স্বীকার করেছে ৷ কীভাবে এই ভুল হল, তা খতিয়ে দেখতে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে (India orders Enquiry on Accidental Missile Firing in Pakistan) ৷

পাশাপাশি জানানো হয়েছে যে প্রাথমিকভাবে মনে হচ্ছে, কারিগরি ত্রুটির জেরে ঘটনাটি ঘটেছে ৷ এই ঘটনায় কারও প্রাণহানি না হওয়ায় এই নিয়ে সন্তোষপ্রকাশ করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ৷

আরও পড়ুন :Pakistan hijacking Indian fishermen : মাছ ধরতে গিয়ে 24 ঘণ্টায় পাকিস্তানের হাতে অপহৃত 78 মৎস্যজীবী

ABOUT THE AUTHOR

...view details