নয়াদিল্লি, 5 জুন :কোভিড-19 ভ্যাকসিন পাসপোর্টের বিরোধিতা করল ভারত সরকার ৷ জি-7 বৈঠকে এই নিয়ে আপত্তি তোলেন ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ তিনি এই বিষয়টিকে মারাত্মক ভাবে বৈষম্যমূলক বলে বর্ণনা করেছেন ৷
এর কারণ হিসেবে উল্লেখ করেছেন যে উন্নত দেশগুলির তুলনায় উন্নয়নশীল দেশগুলিতে টিকাকরণে পিছিয়ে রয়েছে ৷ তাছাড়া টিকার সরবরাহ এবং বণ্টনেও পিছিয়ে রয়েছে উন্নয়নশীল দেশগুলি ৷ সেই কারণে ওই দেশগুলির জন্য এই ধরনের কোভিড-19 ভ্যাকসিন পাসপোর্টের প্রস্তাব একেবারে যথোপযুক্ত নয় ৷