নয়াদিল্লি, 30 নভেম্বর : ভারতের তৈরি ভ্যাকিসন এবং আরও অন্যান্য সাহায্য দিয়ে আফ্রিকার দেশগুলির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার (Centre Offers Vaccines to African Countries) ৷ করোনার নয়া প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে আফ্রিকান দেশগুলির পাশে থাকতে চেয়েছে ভারত ৷ এ নিয়ে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘‘আফ্রিকায় যে সব দেশ ওমিক্রন প্রজাতির (Centre Offers Vaccines to Omicron affected Nations) বিরুদ্ধে লড়াই করছে ভারত সরকার তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত ৷’’
শুধু তাই নয় ভারতে তৈরি ভ্যাকসিন এবং অন্যান্য সাহায্য প্রদান করার প্রস্তাবও দিয়েছে বিদেশমন্ত্রক ৷ আর এই ভ্যাকসিনগুলি COVID-19 Vaccines Global Access সংস্থা Covax অথবা দ্বিপাক্ষিকভাবে সরবরাহ (India Provids Vaccines Through Covax) করা হবে বলে জানিয়েছে এমইএ ৷ এ প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য কোভ্যাকসের মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছে ৷ যার মধ্যে আফ্রিকান দেশ (India Offers Vaccines to Africa) মালাউই, ইথিওপিয়া, জাম্বিয়া, মোজাম্বিক, গিনি এবং লেসোথো’র মত ছোট দেশগুলি রয়েছে ৷
আরও পড়ুন : COVID Variant Omicron: ওমিক্রন নিয়ে তটস্থ দিল্লি, কড়া নজরে বিদেশিরা