পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিনের কাছে ভারত কোনও এলাকা হারায়নি, রাহুলের প্রশ্নের জবাব প্রতিরক্ষা মন্ত্রকের - রাহুল গান্ধি

ভারত চিনের কাছে এলাকা হারিয়েছে৷ শুক্রবার সকালে এই অভিযোগ তোলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তিনি সরকারের কাছে এই নিয়ে জবাব চান৷ তার পালটা হিসেবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জারি করা হয় বিবৃতি৷ সেখানে জানানো হয়, চিনের কাছে ভারত কোনও এলাকা হারায়নি৷

ভারত-চিন
ভারত-চিন

By

Published : Feb 12, 2021, 5:29 PM IST

দিল্লি, 12 ফেব্রুয়ারি : লাদাখে চিনের সঙ্গে ভারতীয় সেনা সরানোর প্রক্রিয়া নিয়ে শুক্রবার সকালেই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ সঙ্গেই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেই অভিযোগের জবাব দেওয়া হল৷ সেই জবাবে জানানো হয়েছে যে চিন ভারতের কোনও এলাকা দখল করতে পারেনি৷ আর এই সমস্যার সমাধান হতে এখনও বাকি আছে৷

প্রতিরক্ষামন্ত্রকের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘‘এই চুক্তিতে ভারতকে কোনও এলাকা হারাতে হয়নি৷ পাশাপাশি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর স্থিতাবস্থা ভেঙে কোনও পক্ষই যাতে একতরফা ভাবে কোনও পরিবর্তন করতে না পারে সেই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে৷’’ একই সঙ্গে ওই বিবৃতিতে জানানো হয়েছে যে এই বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে স্পষ্ট করে জানিয়েছেন৷

আরও পড়ুন :কোনও ক্ষতি স্বীকার না করেই লাদাখে চিনের সঙ্গে সমস্যা মেটাল ভারত : রাজনাথ

বৃহস্পতিবারই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সরানো নিয়ে ভারত ও চিনের মধ্যে ঐকমত্যের বিষয়টি সামনে আসে৷ তার পর শুক্রবারই এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ তাঁর অভিযোগ, চিনের কাছে ভারত এলাকা হারিয়েছে৷ ভারতীয় সেনা প্যাংগং সো এর ফিঙ্গার 3 এ মোতায়েন রয়েছে৷

আরও পড়ুন :চিন প্রশ্নে নেহরুকে টেনে রাহুলকে কটাক্ষ মন্ত্রীর

ফিঙ্গার 4 সাধারণ ভারতীয় সেনা মোতায়েন থাকে৷ রাহুলের এই দাবি অস্বীকার করেছে প্রতিরক্ষা মন্ত্রক৷ তাদের দাবি, ভারতীয় সেনার আসল অবস্থান ফিঙ্গার 8 এ৷ ফিঙ্গার 4 এ নয়৷ এর সঙ্গে রাহুলকে আক্রমণ করে প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে যে যারা লাদাখের এই সাফল্য নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা ভারতীয় সেনাকে অসম্মান করছেন৷

ABOUT THE AUTHOR

...view details