পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

UNESCO Intangible Heritage Tag বঙ্গের দুর্গাপুজোর পর গুজরাতের লোকনৃত্য, ইউনেস্কোর সম্মানের জন্য মনোনীত গরবা

বাংলার দুর্গোৎসবের পর এবার ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য (UNESCO Intangible Heritage Tag) সম্মানের জন্য মনোনীত হল গুজরাতের গরবা (Garba of Gujarat) ৷ ভারত সরকারের তরফে গরবাকে আগামী বছরের জন্য মনোনীত করা হয়েছে ৷

india-nominates-garba-of-gujarat-for-unesco-intangible-heritage-tag
india-nominates-garba-of-gujarat-for-unesco-intangible-heritage-tag

By

Published : Aug 28, 2022, 9:43 AM IST

নয়াদিল্লি, 28 অগস্ট: গুজরাতের লোকনৃত্য গরবাকে ইউনেস্কোর ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্যে’র (UNESCO Intangible Heritage Tag) তালিকাভুক্ত করতে মনোনীত করল ভারত সরকার ৷ ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের সচিব টিম কার্টিস গত ডিসেম্বরে কলকাতার জাদুঘরে একটি অনুষ্ঠানে এসে এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছিলেন ৷ যেখানে বাংলার দুর্গোৎসবকে ইউনেস্কোর ‘মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ সম্মান দেওয়া হয় ৷ এবার সেই তালিকায় গুজরাতের গরবাকেও (Garba of Gujarat) যুক্ত করতে তৎপর হয়েছে ভারত সরকার ৷

তবে, এ নিয়ে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের সচিব টিম কার্টিস জানিয়েছেন, এখনই গরবা বা অন্য কোনও লোকসংস্কৃতিকে এই তালিকায় নিয়ে আসা হচ্ছে না ৷ সম্প্রতি যে সাংস্কৃতিক প্রথা এবং লোকসংস্কৃতিকে মনোনীত করা হয়েছে, সেগুলিকে আগামী বছর বিবেচনা করা হবে ৷ তিনি জানান, ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত যে এভিলিউশন বডি রয়েছে, তারা 2023 সালে মাঝামাঝি সময়ে এ নিয়ে বিচার বিবেচনা করবে এবং ওই বছরের শেষে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করবে ৷

কার্টিস ভারত থেকে মনোনীত হওয়া লোকসংস্কৃতি গরবা সংক্রান্ত নথি তুলে ধরেন ৷ যেখানে গরবা পারফর্মেন্সের একটি ছবি দেখান তিনি ৷ যার ক্যাপশন ছিল, ‘গুজরাতের গরবা-- ভারতের পরবর্তী বিষয়’ ৷ তিনি জানান, গরবা সংক্রান্ত নথি এতদিন ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের সচিবালয়ের বিচার বিবেচনাধীন ছিল ৷ পাশাপাশি, ভারতের লোকসংস্কৃতির এই সুবিশাল পরিধির প্রশংসাও করেন টিম কার্টিস ৷

আরও পড়ুন:লজ্জিত হওয়া উচিত, দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতির পর বিজেপিকে তোপ মমতার

বর্তমানে ভারতের 14টি সংস্কৃতি রয়েছে যা, ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত ৷ যার মধ্যে অন্যতম রামলীলা, বৈদিক মন্ত্র, কুম্ভ মেলা এবং সাম্প্রতিককালে যুক্ত হওয়া বাংলার দুর্গোৎসব ৷ গতবার প্যারিসে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত কমিটির 16তম বৈঠক হয় ৷ সেখানেই দুর্গোৎসবকে ইউনেস্কোর ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্যে’র তালিকাভুক্ত করা হয় ৷ আর সেখানে প্রধান বিষয় হয়ে উঠেছিল, দুর্গাপুজোয় জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সমানভাবে যোগদানের বিষয়টি ৷ যা দুর্গাপুজোকে বিশ্ব মঞ্চে এই সম্মান পেতে সাহায্য করেছে ৷ এবার সেই তালিকায় যোগ হতে পারে গুজরাতের অতিপ্রাচীন লোকনৃত্য গরবা ৷ যার সঙ্গে দেবী দুর্গার আরেক রূপ দেবী অম্বার যোগ রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details