নয়াদিল্লি, 28 অগস্ট: গুজরাতের লোকনৃত্য গরবাকে ইউনেস্কোর ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্যে’র (UNESCO Intangible Heritage Tag) তালিকাভুক্ত করতে মনোনীত করল ভারত সরকার ৷ ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের সচিব টিম কার্টিস গত ডিসেম্বরে কলকাতার জাদুঘরে একটি অনুষ্ঠানে এসে এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছিলেন ৷ যেখানে বাংলার দুর্গোৎসবকে ইউনেস্কোর ‘মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য’ সম্মান দেওয়া হয় ৷ এবার সেই তালিকায় গুজরাতের গরবাকেও (Garba of Gujarat) যুক্ত করতে তৎপর হয়েছে ভারত সরকার ৷
তবে, এ নিয়ে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের সচিব টিম কার্টিস জানিয়েছেন, এখনই গরবা বা অন্য কোনও লোকসংস্কৃতিকে এই তালিকায় নিয়ে আসা হচ্ছে না ৷ সম্প্রতি যে সাংস্কৃতিক প্রথা এবং লোকসংস্কৃতিকে মনোনীত করা হয়েছে, সেগুলিকে আগামী বছর বিবেচনা করা হবে ৷ তিনি জানান, ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত যে এভিলিউশন বডি রয়েছে, তারা 2023 সালে মাঝামাঝি সময়ে এ নিয়ে বিচার বিবেচনা করবে এবং ওই বছরের শেষে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করবে ৷
কার্টিস ভারত থেকে মনোনীত হওয়া লোকসংস্কৃতি গরবা সংক্রান্ত নথি তুলে ধরেন ৷ যেখানে গরবা পারফর্মেন্সের একটি ছবি দেখান তিনি ৷ যার ক্যাপশন ছিল, ‘গুজরাতের গরবা-- ভারতের পরবর্তী বিষয়’ ৷ তিনি জানান, গরবা সংক্রান্ত নথি এতদিন ইউনেস্কোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য বিভাগের সচিবালয়ের বিচার বিবেচনাধীন ছিল ৷ পাশাপাশি, ভারতের লোকসংস্কৃতির এই সুবিশাল পরিধির প্রশংসাও করেন টিম কার্টিস ৷
আরও পড়ুন:লজ্জিত হওয়া উচিত, দুর্গাপুজোকে ইউনেসকোর স্বীকৃতির পর বিজেপিকে তোপ মমতার
বর্তমানে ভারতের 14টি সংস্কৃতি রয়েছে যা, ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত ৷ যার মধ্যে অন্যতম রামলীলা, বৈদিক মন্ত্র, কুম্ভ মেলা এবং সাম্প্রতিককালে যুক্ত হওয়া বাংলার দুর্গোৎসব ৷ গতবার প্যারিসে ইউনেস্কোর অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত কমিটির 16তম বৈঠক হয় ৷ সেখানেই দুর্গোৎসবকে ইউনেস্কোর ‘অধরা সাংস্কৃতিক ঐতিহ্যে’র তালিকাভুক্ত করা হয় ৷ আর সেখানে প্রধান বিষয় হয়ে উঠেছিল, দুর্গাপুজোয় জাতি-ধর্ম নির্বিশেষে সকলের সমানভাবে যোগদানের বিষয়টি ৷ যা দুর্গাপুজোকে বিশ্ব মঞ্চে এই সম্মান পেতে সাহায্য করেছে ৷ এবার সেই তালিকায় যোগ হতে পারে গুজরাতের অতিপ্রাচীন লোকনৃত্য গরবা ৷ যার সঙ্গে দেবী দুর্গার আরেক রূপ দেবী অম্বার যোগ রয়েছে ৷