নয়াদিল্লি, 23 নভেম্বর:প্রতি 1 হাজার জন ব্যক্তির জন্য প্রয়োজন কমপক্ষে 3টি শয্যা। হাসপাতল এবং রোগীর সংখ্যার মধ্যে অনুপাতকে ভারসাম্যে নিয়ে আসতে দেশে আরও 24 লক্ষ শয্যার প্রয়োজন ৷ এমনই দাবি নাইট ফ্র্যাঙ্ক নামে একটি সংস্থার। বর্তমানে ভারতে আনুমানিক 70 হাজার হাসপাতাল রয়েছে ৷ যার মধ্যে 63 শতাংশই বেসরকারি ৷ গ্লোবাল রিয়েল এস্টেট কনসালট্যান্ট নাইট ফ্রাঙ্ক এবং ইউএস-ভিত্তিক বারকাডিয়া বৃহস্পতিবার প্রকাশিত তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ৷
নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, ভারত তার বর্তমান জনসংখ্যার 1.42 বিলিয়ন জনসংখ্যার ভিত্তিতে দুই বিলিয়ন বর্গফুট স্বাস্থ্যসেবা স্থানের ঘাটতির সম্মুখীন হচ্ছে। দেশের হাসপাতালে বর্তমান শয্যার সংখ্যা এবং হাসপাতালের প্রয়োজনীয় শয্যার সংখ্যার মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ভারতের হাসপাতালের অনুপাত প্রতি হাজারে 1.7 ৷ সুতরাং জনসংখ্যার চাহিদা পূরণের জন্য অতিরিক্ত 2.4 মিলিয়ন শয্যা প্রয়োজন ৷ এই বৈষম্য সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রয়োজ্য ৷