নয়াদিল্লি, 6 নভেম্বর:একমাস পেরোতে চলেছে গাজায় হামাসের সঙ্গে ইজরায়েলের সংঘর্ষ ৷ এই অবস্থায়, ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত প্যালেস্তাইনের রাষ্ট্রদূত আদনান আবু আলহাইজা জানাইছেন, তিনি আশা করেন ভারত এই বিষয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ দিয়ে বিচার করবে এবং প্যালেস্তাইনের গাজায় যেভাবে শিশু ও নিরীহ নাগরিকদের হত্যা করা হটচ্ছে তার নিন্দা করবে ৷ পালেস্থাইনের রাষ্ট্রদূতের কথায়, "আমরা এখনও আশা রাখি যে ভারত এই বিষয়ে তার মত জানাবে ও যুদ্ধবিরতির ডাক দিয়ে এই হত্যার নিন্দা করবে ৷" সোমবার গাজার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইজরায়েলি হানায় গাজায় মৃতের সংখ্যা 10 হাজার ছাড়িয়েছে, যাদের মধ্যে কমপক্ষে 4 হাজার 100টি শিশু ও 2 হাজার 640 জন মহিলা আছেন ৷
সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ অংশ-
প্রশ্ন: এই যুদ্ধ সম্পর্কে আপনার বর্তমান মূল্যায়ণ কী?
উত্তর:এখন এই সংঘর্য পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে ৷ পরিস্থিতি খুব কঠিন ৷ আমার মনে হয় না এই ধরনের পরিস্থিতি আমরা আগে দেখেছি বলে ৷ নাৎসি জমানাতেও লেনিনগার্দের পরিস্থিতি এর থেকে ভালো ছিল বলে মনে হয় ৷ প্রায় 22 লক্ষ মানুষ জল, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাবে দিন কাটাচ্ছেন ৷ মনে হচ্ছে অন্যান্য ঔপনিবেশিক রাষ্ট্রগুলির সঙ্গে মিলে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের যুদ্ধাপরাধকে ধামাচাপা দিতে যাচ্ছে ৷ ইজরায়েলি সেনারা শরনার্থী শিবির ও হাসপাতালের উপর হামলা চালাচ্ছে ৷ এই ভয়াবহ পরিস্থিতেও বলা হচ্ছে ইজরায়েল হামাসের উপর হামলা করছে ৷
প্রশ্ন:আপনি দিল্লির অবস্থানকে কী চোখে দেখছেন ? রাষ্ট্রসংঘের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবেও ভোট দেয়নি ভারত ৷
উত্তর:আমি আশা করেছিলাম ভারত অন্তত যুদ্ধবিরতির কথা বলবে ৷ ভারত হামাসের নিন্দা করেছে ও রাষ্ট্রসংঘের ওই প্রস্তাবে ভোটদান থেকে বিরত থেকেছে ৷ 10 হাজার মানুষের মৃত্যু হয়েছে গাজায়, হাজার হাজার মানুষ সেখানে আটকে আছেন ধ্বংসস্তুপের নীচে ৷ তাঁদের উদ্ধার করার সামগ্রীও আমাদের কাছে নেই ৷