পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mann ki Baat: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডর আগামী শতাব্দীগুলিতে বিশ্ব বাণিজ্যের ভিত্তি হবে, দাবি মোদির - মন কি বাত

PM Modi in Mann ki Baat: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডর আগামী শতাব্দীগুলিতে বিশ্ব বাণিজ্যের ভিত্তি হয়ে উঠবে ৷ মন কি বাতে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By PTI

Published : Sep 24, 2023, 1:41 PM IST

নয়াদিল্লি, 24 সেপ্টেম্বর: ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ করিডর আগামী শতাব্দীর জন্য বিশ্ব বাণিজ্যের ভিত্তি হয়ে উঠবে ৷ ইতিহাস মনে রাখবে যে, এর পরিকল্পনা হয়েছিল ভারতে । মাসিক রেডিয়ো অনুষ্ঠান মন কি বাত সম্প্রচারে রবিবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন প্রাচীন বাণিজ্য করিডর 'সিল্ক রুট'-এর কথা স্মরণ করে তিনি বলেন, এটি একটি সমৃদ্ধ এবং মহান বাণিজ্য শক্তি ছিল যা ভারত ব্যবহার করেছিল ৷ দিল্লিই জি20 শীর্ষ সম্মেলনে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডরের প্রস্তাব করেছে বলে জানান প্রধানমন্ত্রী ।

ভারতের চন্দ্রযান-3 মিশনের সাফল্যের পরে সফল শীর্ষ সম্মেলন প্রতিটি নাগরিকের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে বলে এ দিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ এই দুটি সাফল্যের কারণে তিনি মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি বার্তা পেয়েছেন বলে জানান নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, আফ্রিকান ইউনিয়নকে জি20-এর সদস্য করার ক্ষেত্রে ভারতের নেতৃত্ব বিশ্ব স্বীকৃত হয়েছে । জি20 শীর্ষ সম্মেলন যেখানে আয়োজন করা হয়েছিল, সেই ভারত মণ্ডপম সেলিব্রিটি হয়ে উঠেছে বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, লোকেরা অত্যাধুনিক কনফারেন্স হলের সঙ্গে সেলফি তুলেছেন ।

27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের কথা উল্লেখ করে তিনি বলেন, পর্যটনে ন্যূনতম বিনিয়োগের মাধ্যমে সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টি হয় ৷ পর্যটকদের আকর্ষণ করার ক্ষেত্রে সদিচ্ছা খুবই গুরুত্বপূর্ণ বলে জানান মোদি । তিনি বলেন, গত কয়েক বছরে ভারতের সদিচ্ছা বেড়েছে ৷ এটি শুধুমাত্র জি20 শীর্ষ সম্মেলনের সঙ্গে আরও বেড়েছে কারণ এক লাখেরও বেশি বিদেশি প্রতিনিধি দেশের বিভিন্ন অংশে ভ্রমণ করেছেন এবং দেশের বৈচিত্র্য ও ঐতিহ্যের সাক্ষী হয়েছেন । মোদির কথায়, এটি অত্যন্ত গর্বের বিষয় যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যুক্ত শান্তিনিকেতন এবং কর্ণাটকের হোয়সালা মন্দিরগুলিকে সম্প্রতি বিশ্ব ঐতিহ্যের স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে । এই ধরনের সাইটের সংখ্যা এখন ভারতে 42 ৷

আরও পড়ুন:'সহজ-সরল ভাষায় আইনি পরিভাষাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে সরকার', বললেন প্রধানমন্ত্রী

2 অক্টোবর মহাত্মা গান্ধির জন্মবার্ষিকীর কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এ দিন বলেন, জি20 শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা গান্ধিজির স্মৃতিসৌধে যে ভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন, সেই দৃশ্য কেউ ভুলতে পারবেন না ৷ এটি একটি স্বীকৃতি যে তাঁর ধারণাগুলি কীভাবে বিশ্বব্যাপী প্রাসঙ্গিক ।

কেন্দ্রীয় সরকারের বিভাগগুলি 'স্বচ্ছতা হি সেবা' কর্মসূচি চালু করার সঙ্গে গান্ধিজির জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মসূচির পরিকল্পনা করায় মোদি আনন্দ প্রকাশ করেন । 1 অক্টোবর সকাল 10 টায় একটি বড় পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হবে বলে উল্লেখ করে তিনি জনগণকে তাঁদের আশপাশের বা যে কোনও প্রকাশ্য জায়গায় এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান । মোদির মতে, এটা হবে গান্ধিজির প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি ৷ নাগরিকদের খাদি পণ্য কিনতে বলেছেন প্রধানমন্ত্রী । উৎসবের মরসুম আসার সঙ্গে সঙ্গে মানুষকে 'ভোকাল ফর লোকাল'-এর কথা মনে রাখা এবং 'মেড ইন ইন্ডিয়া' পণ্য কেনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ABOUT THE AUTHOR

...view details