নয়াদিল্লি, 8 জানুয়ারি: ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে তলব করল বিদেশমন্ত্রক ৷ সেই মতো সোমবার সকালেই সাউথ ব্লকের অফিসে পৌঁছে যান তিনি ৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, অল্প সময়ের মধ্যের বিদেশমন্ত্রকের অফিস থেকে বেরিয়েও যান তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সেদেশের মন্ত্রী এবং আধিকারিকদের কটূক্তির জেরে দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ৷ পরিস্থিতি সামাল দিতে 3 মন্ত্রীকে সাসপেন্ড করেছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ৷ এবার মলদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল সাউথ ব্লক ৷
গতকালই মালের তরফে বিদেশমন্ত্রী মুসা জামির একটি বিবৃতি দিয়ে জানান, মলদ্বীপ সরকার বিদেশি নেতা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্যকে সমর্থন করে না ৷ সেই সকল মন্তব্য তাঁদের নেতা ও মন্ত্রীদের ব্যক্তিগত বলেও উল্লেখ করা হয় সেখানে ৷ তবে, এর জন্য সংশ্লীষ্ট মন্ত্রী ও আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মহম্মদ মুইজুয়ের সরকার ৷ তার পরেই সেখানকার তিন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে ৷ মলদ্বীপের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সেখানকার যুব ক্ষমতায়ন বিভাগের উপ-মন্ত্রী মালশা শরিফ, মরিয়ম শিউনা এবং আব্দুল্লা মাহাজুমকে সাসপেন্ড করা হয়েছে ৷
উল্লেখ্য, মন্ত্রী মরিয়ম শিউনা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম মোদি এবং তাঁর লাক্ষাদ্বীপের ছবি নিয়ে অবমাননাকর ভাষার প্রয়োগ করেছিলেন ৷ পরবর্তী সময়ে মালে সিটি কাউন্সিলের মুখপাত্রও মোদিকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন ৷ যে ঘটনায় মলদ্বীপে ভারতীয় রাষ্ট্রদূতের মাধ্যমে কড়া বার্তা দেওয়া হয় প্রেসিডেন্ট মহম্মদ মুইজুর সরকারকে ৷