নয়াদিল্লি, 29 ডিসেম্বর: বিশ্বের বিভিন্ন দেশে ফের দাপাদাপি শুরু করেছে করোনা সংক্রমণ ৷ যার কেন্দ্রে রয়েছে সেই চিন ৷ ভারতে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত নিয়ন্ত্রণেই রয়েছে ৷ কোভিডের পরবর্তী কোনও ঢেউ এখনই এদেশে আছড়ে পড়ার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা ৷ তবে অন্যান্য কয়েকটি দেশে বেড়ে চলা সংক্রমণ পরিস্থিতি দেখে আগাম বেশ কয়েকটি পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷ এবার সেই তালিকাতে সংযোজিত হল নয়া নিয়ম ৷ চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে কেউ ভারতে এলে তাঁর সঙ্গে বাধ্যতামূলকভাবে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট (India makes negative Covid report mandatory for flyers from China)৷
1 জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য ৷ নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এই 6টি দেশ থেকে ভারতগামী বিমান থেকে উঠতে হলে বিমান ছাড়ার আগে এয়ার সুবিধা পোর্টালে যাত্রীদের তাঁদের আরটি-পিসিআর রিপোর্ট আপলোড করতে হবে ৷ যাত্রার শুরুর সর্বাধিক 72 ঘণ্টা আগে এই টেস্ট করাতে হবে ৷ তার আগে করানো রিপোর্ট গ্রাহ্য হবে না (India makes negative Covid report mandatory for flyers from six countries) ৷