নয়াদিল্লি, 11 অক্টোবর: ইজরায়েলের আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফেরাতে বিশেষ অপারেশন চালু করল ভারত ৷ বুধবার রাতে টুইট করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর লিখেছেন, "আমাদের যারা ইজরায়েল থেকে দেশে ফিরে আসতে ইচ্ছুক, তাদের প্রত্যাবর্তনের সুবিধার্থে অপারেশন 'অজয়' চালু করা হচ্ছে। বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থাও সেক্ষেত্রে রাখা হচ্ছে। বিদেশে আমাদের দেশের নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ৷"
শনিবার থেকে ইজরায়েলের সঙ্গে টানা যুদ্ধ চলছে হামাসের ৷ মৃত্যু মিছিলের মধ্যেই ইজরায়েলকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ এদিনই আমেরিকা থেকে তেল আবিবে পৌঁছেছে একটি কার্গো বিমান ৷ ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই কার্গো বিমান ভরতি করে যুদ্ধের জন্য প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম পাঠানো হয়েছে আমেরিকার তরফে ৷ অন্যদিকে, ইজরায়েলের পাশে থাকারও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷
পঞ্চম দিনের মতো হামাস জঙ্গি ও ইজরায়েলের মধ্যে সামরিক সংঘাত অব্যাহত থাকায় শেষ পর্যন্ত ভারতের তরফে তাদের নাগরিকদের উদ্ধার করার কথা ঘোষণা করা হয় ৷ জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমাদের নাগরিকদের ইজরায়েল থেকে ফিরে আসার সুবিধার্থে অপারেশন অজয় চালু করা হচ্ছে।" তিনি আরও জানিয়েছেন, বিশেষ চার্টার ফ্লাইট এবং অন্যান্য ব্যবস্থাও রাখা হচ্ছে। বিদেশে আমাদের নাগরিকদের নিরাপত্তা ও মঙ্গলের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ আমরা ৷
আরও পড়ুন: ইজরায়েলে ভারতীয় দূতাবাসে খোলা হল হেল্পলাইন, বার্তা দিলেন রাষ্ট্রদূত সঞ্জীব সিঙ্গলা
এর আগে, এদিন সন্ধ্যায় টুইট করে বিদেশমন্ত্রী জয়শংকর জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরশাহীতে সে দেশের বিদেশমন্ত্রী এবি জায়েদের সঙ্গে তাঁর কথা হয়েছে ৷ পশ্চিম এশিয়ার চলমান সংকট নিয়ে আলোচনা এবং যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান জয়শংকর ৷ অন্যদিকে, ভারতীয় দূতাবাসের তরফে টুইট করে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিশেষ ফ্লাইটের জন্য নিবন্ধিত ভারতীয় নাগরিকদের প্রথম তালিকা ইমেল করা হয়েছে। পরবর্তী ফ্লাইটের জন্য অন্যান্য নিবন্ধিত ব্যক্তিদের তালিকা তৈরি করা করা হবে দ্রুত ৷