নয়াদিল্লি ও কাবুল, 21 অগস্ট : আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু'টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেল ভারত ৷ তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং ন্যাটো (North Atlantic Treaty Organization- NATO) -এর তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে ৷ আমেরিকার সুরক্ষা বাহিনীর অধীনে কাবুল বিমানবন্দর থেকে প্রতিদিন দু'টি করে ভারতীয় বিমান ওঠা-নামা করতে পারবে ৷
এখনও কাবুল থেকে 300 জন ভারতীয়কে বাড়ি ফেরাতে হবে দিল্লিকে ৷ তাজিকিস্তান এবং কাতারের উপর দিয়ে ভারতীয় বিমান যাতায়াত করছে ৷ শনিবার ইতিমধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে 90 জন বাড়ি ফিরছেন ৷ কাবুল থেকে তাঁরা সি130জে (C130J) বিমানে উঠেছেন ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে কথা জেক সুলিভানের (Jake Sullivan) কথা হওয়ার পরই কাবুল থেকে ভারতীয় বিমানে আধিকারিকদের বের করে আনা হয় ৷ ভারতীয় রাষ্ট্রদূত-সহ মোট 180 জন কর্মীকে আনা হয় গত 17 অগস্ট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর মধ্যেই এনিয়ে ক্যাবিনেট নিরাপত্তা কমিটির সঙ্গে বৈঠক সেরেছেন ৷