নয়াদিল্লি, 2 এপ্রিল: ইস্পাত কোম্পানি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মহারত্ন কোম্পানি সেল গত অর্থবর্ষ 2022-23-এ সর্বোচ্চ বার্ষিক উৎপাদন অর্জন করেছে ৷ রবিবার হিন্দিতে টুইট করে নরেন্দ্র মোদি জানান, শুধু স্টিল উৎপাদন নয় ৷ আজ ভারত সব ক্ষেত্রেই আত্মনির্ভর হয়ে উঠছে ৷ সেল গত অর্থবর্ষে 19.4 কোটি টন হট মেটাল এবং 18.2 কোটি টনেরও বেশি অপরিশোধিত ইস্পাতের উৎপাদন করেছে ৷ বার্ষিক হিসেবে, কোম্পানির হট মেটাল উৎপাদন 3.6 শতাংশ এবং অপরিশোধিত ইস্পাত উৎপাদন 5.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷
সেলের টুইটটি ট্যাগ করে মোদি লেখেন, "এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন ৷ সেলের উৎপাদনের এই পরিসংখ্যান দেখায় যে আজ শুধু ইস্পাত নয়, ভারত সবক্ষেত্রেই স্বনির্ভরতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে ৷" পাশাপাশি তিনি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের টুইটার হ্যান্ডেলেও একটি প্রশংসাসূচক টুইট করেন ৷ গোয়া সরকারের নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিভাগের সহযোগিতায় সোলার রুফটপ অনলাইন পোর্টাল গোয়াসোলার.ইন তৈরি করেছে গোয়া এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ৷ এখানে প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটি সৌর শক্তি ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে একটি ভালো পদক্ষেপ ৷