পশ্চিমবঙ্গ

west bengal

PM Modi Lauds Aatmanirbhar Bharat: ভারত আজ আত্মনির্ভর, গোয়া-অরুণাচলের প্রশংসায় প্রধানমন্ত্রী

By

Published : Apr 2, 2023, 3:48 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ইস্পাত উৎপাদন কোম্পানি সেলকে তাদের উৎপাদন ক্ষমতার জন্য অভিনন্দন জানান ৷ পাশাপাশি গোয়ায় সোলার রুফটপ অনলাইন পোর্টাল চালু হয়েছে ৷ আর অরুণাচলপ্রদেশে জল জীবন মিশনের আওতায় প্রত্যন্ত এলাকায় জল পৌঁছেছে ৷ এর জন্য এই কাজের সঙ্গে যুক্ত সকলকেই অভিনন্দন জানান তিনি ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নয়াদিল্লি, 2 এপ্রিল: ইস্পাত কোম্পানি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পারফরম্যান্সের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মহারত্ন কোম্পানি সেল গত অর্থবর্ষ 2022-23-এ সর্বোচ্চ বার্ষিক উৎপাদন অর্জন করেছে ৷ রবিবার হিন্দিতে টুইট করে নরেন্দ্র মোদি জানান, শুধু স্টিল উৎপাদন নয় ৷ আজ ভারত সব ক্ষেত্রেই আত্মনির্ভর হয়ে উঠছে ৷ সেল গত অর্থবর্ষে 19.4 কোটি টন হট মেটাল এবং 18.2 কোটি টনেরও বেশি অপরিশোধিত ইস্পাতের উৎপাদন করেছে ৷ বার্ষিক হিসেবে, কোম্পানির হট মেটাল উৎপাদন 3.6 শতাংশ এবং অপরিশোধিত ইস্পাত উৎপাদন 5.3 শতাংশ বৃদ্ধি পেয়েছে ৷

সেলের টুইটটি ট্যাগ করে মোদি লেখেন, "এই অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন ৷ সেলের উৎপাদনের এই পরিসংখ্যান দেখায় যে আজ শুধু ইস্পাত নয়, ভারত সবক্ষেত্রেই স্বনির্ভরতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে ৷" পাশাপাশি তিনি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের টুইটার হ্যান্ডেলেও একটি প্রশংসাসূচক টুইট করেন ৷ গোয়া সরকারের নব ও পুনর্নবীকরণযোগ্য শক্তি বিভাগের সহযোগিতায় সোলার রুফটপ অনলাইন পোর্টাল গোয়াসোলার.ইন তৈরি করেছে গোয়া এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি ৷ এখানে প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এটি সৌর শক্তি ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে এবং দীর্ঘস্থায়ী উন্নয়নের পথে একটি ভালো পদক্ষেপ ৷

অরুণাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু আজ জল জীবন মিশনের সাফল্য নিয়ে একটি টুইট করেন ৷ 2019 সালের 15 অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর-পূর্বের এই রাজ্যে এই প্রকল্পের সূচনা করেন ৷ এতে প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছবে ৷ ইতিমধ্যে 75 শতাংশের বেশি সফল হয়েছে এই জল জীবন মিশন ৷ এই প্রকল্পের আওতায় 1.73 লক্ষ গ্রামীণ বাড়িতে পানীয় জল পৌঁছেছে ৷ বন্ধুর ও প্রত্যন্ত অঞ্চলেও জলের সরবরাহ সম্ভব হয়েছে ৷ এর আগে স্থানীয়রা জল বয়ে নিয়ে যেত, যা একপ্রকার চ্য়ালেঞ্জ ৷ তাই মুখ্যমন্ত্রী লিখেছেন, "আমি আনন্দিত ৷ সম্মানীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এটা সফল হয়েছে ৷ আর যাঁরা একে সফল করার প্রচেষ্টায় অংশ নিয়েছিলেন, তাঁদের সকলকে অভিনন্দন ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেমা খাণ্ডুর টুইটার হ্যান্ডেলে প্রতিক্রিয়ায় জানিয়ে লিখেছেন, "জল জীবন মিশন রাজ্যে সফল হয়েছে ৷ এর আওতায় অমৃত মহোৎসবে 75 শতাংশ পরিবার বিশুদ্ধ জল পাচ্ছে ৷ বিশেষত অরুণাচল প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলিতে জল পৌঁছেছে ৷ যাঁরা এটা সরবরাহ করেছেন, তাঁদের অভিনন্দন এবং বাকি কাজ সম্পূর্ণ করার জন্য শুভেচ্ছা রইল ।"

আরও পড়ুন: 'আপনার ভাবমূর্তি নষ্ট করতে কারা সুপারি দিয়েছেন ?' মোদিকে প্রশ্ন সিব্বলের

ABOUT THE AUTHOR

...view details