নয়াদিল্লি, 3 নভেম্বর:পড়শি পাকিস্তানে (Pakistan) কী ঘটে চলেছে চলেছে, সেদিকে সতর্কভাবে নজর রাখছে ভারত ৷ বৃহস্পতিবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) উপর হামলার পরই প্রথম প্রতিক্রিয়ায় একথা জানাল নয়াদিল্লি ৷ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Baghchi) বলেন, ভারত পাকিস্তানের পরিস্থিতির উপর নজর রাখছে ৷
এদিন এই প্রসঙ্গে অরিন্দম বলেন, "এই সাংবাদিক সম্মেলনে আসার সময়েই আমি ইমরান খান সম্পর্কে খবরটি শুনলাম ৷ ঘটনাক্রমের দ্রুত পরিবর্তন হচ্ছে ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ৷ কিন্তু, এখনও পর্যন্ত এই হামলা সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি ৷"
আরও পড়ুন:লং মার্চে আততায়ী হামলা, গুলিবিদ্ধ ইমরান খান
প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছেন ইমরান খান ও তাঁর দল ৷ সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার চলছে ৷ ইমরানের লক্ষ্য পাক প্রধানমন্ত্রীর কুর্সিতে ফেরা ৷ এদিকে, বর্তমান শাহবাজ শরিফের সরকারকে নিয়েও মানুষ খুশি নয় ৷ দেশের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ খারাপ থেকে আরও খারাপ হচ্ছে ৷ এর জন্য শাহবাজ শরিফ সরকারকেই দায়ী করা হচ্ছে ৷ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এখনই নির্বাচন হলে ইমরান খানের দল ভালো ফল করবে ৷
এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার একটি সরকারবিরোধী দলীয় কর্মসূচিতে যোগ দেন ইমরান ৷ পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এই কর্মসূচির আয়োজন করা হয় ৷ ইমরান ছিলেন একটি ট্রাকের উপর রাখা কন্টেনারে ৷ সেই কর্মসূচি চলাকালীনই ওই কন্টেনার লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অজ্ঞাতপরিচয় হামলাকারী ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইমরান খানের দুই পায়েই একাধিক গুলি লেগেছে ৷ তবে, তিনি বিপন্মুক্ত আছেন ৷ কিন্তু, এই ঘটনায় ইমরান বেঁচে গেলেও অন্তত একজনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ ইমরানের দলের নেতা ফাওয়াদ চৌধুরীর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীকে খুনের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে ৷ ইতিমধ্যে ইমরান খানকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷